আইন বিভাগ (পশ্চিমবঙ্গ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইন বিভাগ
দপ্তরের রূপরেখা
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ সরকার
সদর দপ্তররাইটার্স বিল্ডিং
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

আইন বিভাগ হলো ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি বিভাগ। এটি রাজ্য সরকারের প্রধান আইনী নীতি প্রণয়ন এবং উপদেষ্টা কর্তৃপক্ষ।

ইতিহাস[সম্পাদনা]

প্রাথমিকভাবে আইনী নীতি প্রণয়ন এবং আইন প্রণয়নের কাজগুলি পশ্চিমবঙ্গ সরকারের আইন বিভাগকে ন্যস্ত করা হয়েছিল। রাজ্য সরকারের লেজিসলেটিভ এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টের একীকরণের পরে ১৯৫৮ সালের মার্চ মাসে আইন বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৯৬৩ সালে বিচার বিভাগীয় এবং আইনসভায় বিভক্ত ছিল। ১৯৮৮ সালে লেজিসলেটিভ ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করে আইন বিভাগ রাখা হয় যা ১ মার্চ ১৯৮৮ থেকে কার্যকর হয়। এই বিভাগের সদর দপ্তর কলকাতার মহাকরণের মূল ব্লকে অবস্থিত।[১]

কার্যক্রম[সম্পাদনা]

বিভাগটির দুটি শাখা রয়েছে, লেজিসলেটিভ শাখা এবং সরকারি ভাষা শাখা। আইন বিভাগকে পশ্চিমবঙ্গের অন্যান্য প্রশাসনিক বিভাগের অফিসিয়াল গেজেটের মাধ্যমে আইনী খসড়া, বিজ্ঞপ্তি প্রকাশ, বিল, অধ্যাদেশ এবং বিল এবং আইন, বিধি এবং উপ-আইনের সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি পর্যায়ক্রমিক সংশোধন, আদেশের সংশোধন, সংবিধিবদ্ধ বিজ্ঞপ্তির নিষ্পত্তি, যখনই প্রয়োজন তখন প্রবিধান সম্পাদন করে। আরও এই বিভাগটি সংশ্লিষ্ট আদালতের মামলাগুলি দেখাশোনার জন্য বিভিন্ন বিভাগে পশ্চিমবঙ্গ আইনী পরিষেবা অফিসারদের নিযুক্ত করে।[১][২]

মন্ত্রীগণ[সম্পাদনা]

বর্তমানে এই বিভাগের মন্ত্রী মলয় ঘটক, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Official Site of Government of West Bengal। "Law"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭ 
  2. "Manuals under RTI in Law Department, West Bengal"wbxpress.com। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭ 
  3. "List of Ministers in Mamata's cabinet"thehindu.com। ২৭ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭ 
  4. "List of ministers in Mamata Banerjee government in WB"business-standard.com। ২৭ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭