অরোরা ফিল্ম করপোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরোরা ফিল্ম করপোরেশন
ধরনব্যক্তি মালিকানাধীন কোম্পানি
শিল্পচলচ্চিত্র প্রযোজনা
প্রতিষ্ঠাকাল১৯০৬
সদরদপ্তরলেলিন সরণি, কলকাতা, ভারত

অরোরা ফিল্ম করপোরেশন হল ভারতের কলকাতা ভিত্তিক চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি। এই কোম্পানিটি মূলত বাংলা ভাষার চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত। অরোরা প্রযোজিত ও পরিবেশিত একাধিক বাংলা ভাষার চলচ্চিত্র মাইলফলক অর্জন করেছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হল পথের পাঁচালী (১৯৫৫) ও অপরাজিত (১৯৫৬)।[১]

ইতিহাস[সম্পাদনা]

অনাদিনাথ বসু ১৯০৬ সালে অরোরা ফিল্ম করপোরেশন প্রতিষ্ঠা করেন।[২] কোম্পানিটি সে সময়ে বাংলার বিভিন্ন স্থানে চলচ্চিত্র, জাদু ও নাটক দেখাতো।[২][৩] কোম্পানিটি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্রও নির্মাণ করেছিল, সেগুলোতে নারী নৃত্যশিল্পীরা অভিনয় করেছিল এবং হস্ত-ক্যামেরা দিয়ে চিত্রধারণ করা হয়েছিল। এছাড়া কোম্পানিটি নিউজরিল তৈরি শুরু করে এবং বিদেশ থেকে চলচ্চিত্র আমদানি শুরু করে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সেনগুপ্ত, চন্দক (১৬ নভেম্বর ২০০৯)। "Apu-In-The-Word"আউটলুক। পৃষ্ঠা ২-৫। ২৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০ 
  2. গুপ্তু, শর্মিষ্ঠা (২৯ অক্টোবর ২০১০)। Bengali Cinema: 'An Other Nation'। রুটলেজ। পৃষ্ঠা 18। আইএসবিএন 978-0-203-84334-5 
  3. ভট্টাচার্য, সি. এস. (৮ জুলাই ২০১২)। "Aurora's aura"দ্য সানডে ইন্ডিয়ান। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০