অমরখানা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমরখানা ইউনিয়ন
ইউনিয়ন
৫ নং চাকলাহাট ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাপঞ্চগড় সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যাননূরজামান নুরু (বাংলাদেশ আওয়ামীলীগ)
আয়তন
 • মোট১১৯.১৩ বর্গকিমি (৪৬.০০ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯১)
 • মোট১৬,৯৪২
 • জনঘনত্ব১৪০/বর্গকিমি (৩৭০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৩.২৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অমরখানা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১][২] ইউনিয়ন টি কাজীরহাট বাজারের দক্ষিণে প্রায় ৫০০ গজ দূরে অবস্হিত।

প্রাক্তন চেয়ারম্যান[সম্পাদনা]

১। ইলাম উদ্দীন (১৯৭৩-৭৭ ইং)
২। আব্দুল জলিল (১৯৭৮-৮৬ ইং)
৩। আব্দুল কাদের (১৯৮৬-৮৮ ইং)                                
৪। আব্দুল কাদের (১৯৮৮-৯২ ইং)
৫। অলিয়ার রহমান (১৯৯২-৯৮ ইং)
৬। আব্দুল কাদের (১৯৯৮-০২ ইং)
৭। মবিন চৌধুরী (২০০৩-১১ ইং)

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

অমরখানা ইউনিয়ন পঞ্চগড় সদর উপজেলা আওতাধীন ৬ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পঞ্চগড় সদর উপজেলার অধীনে। এটি জাতীয় সংসদের ১ নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

এক নজরে গ্রামের তালিকা-

০১। ডাংগা পাড়া

০২। বদিনা জোত

০৩। সুড়িভিটা

০৪। বোয়ালীমারী

০৫। হলধর জোত

০৬। চৈতন্য পাড়া

০৭। গোলাবাড়ী

০৮। অমরখানা

০৯। বোদা পাড়া

১০। জামুরী বাড়ী

১১। দাউলিয়া ভিটা

১২। সরকার পাড়া

১৩। নিমাই পাড়া

১৪। হটরা পাড়া

১৫। বামন পাড়া

১৬। টেরা পাড়া

১৭। মহি পাড়া

১৮। চকরা ভিটা

১৯। মধুপাড়া

২০। থুকুরী পাড়া

২১। বালিয়া ডাঙ্গী

২২। দাতারাম পাড়া

২৩। কালাজোত

২৪। ঠুটাপাখুরী

২৫। গোয়াল পাড়া

২৬। জগদল

২৭। বানিয়া পাড়া

২৮। তালমা

২৯। গুচ্ছ গ্রাম

৩০। আদর্শ গ্রাম

৩১। সোনার বান

৩২। আবালু পাড়া

৩৩। পকলাভিটা

৩৪। বিদ্যাভিটা

৩৫। সুকদেব পাড়া

৩৬। কামার ভিটা

৩৭। প্রধান পাড়া

৩৮। পূর্ব অমরখানা

৩৯। বড় কামাত

৪০। ছোট কামাত

৪১। চুমানু পাড়া

৪২। পেশকার পাড়া

৪৩। ধোপা পাড়া

৪৪। খালপাড়া

৪৫। সেন পাড়া

৪৬। বড়ুয়া পাড়া

৪৭। কমলা পাড়া

৪৮। জামাদার পাড়া

৪৯। মেহেনা ভিটা

৫০। সিপাই পাড়া

৫১। নরদেব পাড়া

জনসংখ্যা[সম্পাদনা]

১৯৯১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৬,৯৪২ জন।

শিক্ষা[সম্পাদনা]

এই ইউনিয়নের শিক্ষার হার- ৪৩.২৬%। ইউনিয়নটিতে- ১ টি কলেজ, ৩টি মার্ধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মার্ধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রসা ও ১১ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

উল্লেখ যোর্গ্য শিক্ষা প্রতিষ্ঠান

  • জগদল ডিগ্রি কলেজ
  • শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়
  • অমরখানা উচ্চ বিদ্যালয়
  • কাজিরহাট বালিকা বিদ্যালয়
  • সোনারবান দাখিল মাদরাসা
  • জামুরীবাড়ী এবতেদায়ী মাদরাসা
  • মহারাজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

ভাষা ও সংস্কৃতি[সম্পাদনা]

ভাষাঃ পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের মানুষ বাংলা চলিত ও আঞ্চলিক ভাষায় কথা বলেন। আঞ্চলিক ভাষা সমূহের মধ্যে বৃহত্তর দিনাজপুর, কুমিল্লা, টাংগাইল ও ময়মনসিংহের ভাষায় কথা বলেন। অত্র ইউনিয়নে মুসলিম ও হিন্দু সম্প্রদায় বসবাস করেন।

সংস্কৃতিঃ অত্র ইউনিয়নের মানুষ সংস্কৃতি মনা। বছরের বিভিন্ন সময় অত্র ইউনিয়নে গানের আসর বসে। প্রতি বছর পহেলা বৈশাখে ঐতিহাসিক মহারাজার দিঘীর পাড়ে বৈশাখী মেলা বসে। এসময় উক্ত মেলায় প্রচুর লোক সমাগম হয়। দেশের বিভিন্ন জেলা হতে উক্ত মেলায় লোকজন আসেন এবং পহেলা বৈশাখে ইউনিয়নের বিভিন্ন জায়গায় পান্তা-ভাত আর ইলিশের অস্থায়ী দোকান বসে। এছাড়া উক্ত দিনে বাংলাদেশ-ভারত দুই গ্রাম বাংলার মানুষের কিছুক্ষণ সাক্ষাতের সুযোগ হয়। দেশের বিভিন্ন জায়গা হতে লোকজন তাদের ওপার বাংলায় রেখে আসা বা চলে যাওয়া আত্মীয়দের দেখার সুযোগ লাভ করেন। অত্র ইউনিয়নে আগস্ট-সেপ্টেম্বর মাসে ফুটবল, ‍ক্রিকেট, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করা হয়।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

ভিতরগড় দুর্গ

মাহারাজার দিঘী

যোগাযোগব্যবস্থা[সম্পাদনা]

জেলা সদরের সাথে এই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ। সড়ক পথে জেলা সদর থেকে দূরত প্রায় ১৫ কিমি।রিকশা, ভ্যান, মটর সাইকেল,ইজি বাইক ও বাস যোগে যাতায়াত করা যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অমরখানা ইউনিয়ন"amarkhanaup.panchagarh.gov.bd। ২০১৯-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭ 
  2. "Union Parishad List"স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯