আলাপ:কিম জং ইল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Subrata Roy কর্তৃক ১২ বছর পূর্বে "একটি সমবায়ী রচনা" অনুচ্ছেদে

একটি সমবায়ী রচনা[সম্পাদনা]

লক্ষ্য করবেন বেশ কয়েকজন মিলে এই নিবন্ধটি রচিত হলো। যিনি গোড়া পত্তন করেছিলেন তাঁকে সাধুবাদ। "সমবায়ী পদ্ধতি"-ই উইকিপিডিয়ার আদর্শস্থানীয় রচনা পদ্ধতি। আমি দ্রুত পূর্ণতা দেয়ার জন্য কিছু তথ্য-উপাত্ত যোগ করেছি। আরো বহু কিছু যোগ করার আছে। সবাই চেষ্টা করলে কিম জং ইল-এর শৈশব ও শিক্ষা, "ব্যক্তি মানুষ", "রাষ্ট্রপরিচালনার নীতি", "সমালোচনা" ইত্যাতি অনুচ্ছেদগুলো ত্বরিৎ যোগ করা সম্ভব। আমি যতটুকু যোগ করেছি সে টুকুরও সম্পাদনা আবশ্যক। -Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:৩১, ২০ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ফাইজুল সাহেব, আপনার মৌলিক চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যে। কেবলমাত্র গোড়াপত্তন নয়; বরঞ্চ বাংলা উইকি'র ভাবমূর্ত্তি বিকাশের স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা সাম্প্রতিক নিবন্ধ(গুলো) যতদ্রুত সম্ভব সৃষ্টি কিংবা পূর্ণাঙ্গতা প্রয়াসে সকলের অংশগ্রহণ একান্ত আবশ্যক। তবে ছেদ ঘটে যখন সম্পাদনা দ্বন্দ্ব সংরক্ষণ বাটনে চাপ দিয়ে এসে পড়ে। এ বাক্যটুকু বাদ দিলে বাকী বিষয়বস্তু যদি আগ্রহী হয়ে যে-কোন ব্যবহারকারী অংশ নেন - তাহলে তো নিবন্ধ(গুলো) সোনায়-সোহাগা হবে বলে ধারণা করি। শুধুমাত্র এ নিবন্ধের ক্ষেত্রেই যেন আমরা সীমাবদ্ধ না থাকি! সুন্দর দৃষ্টিভঙ্গীর জন্য আপনাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:৫৭, ২০ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন