বিষয়বস্তুতে চলুন

নাট বল্টু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাট বল্টু
শিরোনাম কার্ড
অন্য নামনাট-বল্টু'র কাণ্ডকারখানা
ধরনহাস্যরসাত্মক
পরিচালকসৌরভ মন্ডল
হানসা মন্ডল
কণ্ঠ প্রদানকারী
  • উজ্জ্বল মন্ডল
  • উদ্ভাস রায়
  • অরিজিৎ ব্যানার্জী
  • রাজেন্দ্র প্রসাদ মজুমদার
  • গৌতম পাল
  • সন্দীপ কুমার সাহা
  • মনোজিৎ বোস
  • সৌরভ মন্ডল
  • শিল্পী মিত্র
  • পল্লব মুখোপাধ্যায়
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা৮৪৮ (পর্বের তালিকা)
নির্মাণ
প্রযোজকসৌরভ মন্ডল
হানসা মন্ডল
ব্যাপ্তিকালপ্রতি পর্ব ১৭-২৩ মিনিট
নির্মাণ কোম্পানিসফটুনস
মুক্তি
মূল নেটওয়ার্কসনি আট
মূল মুক্তির তারিখ২০১৬ –
বর্তমান

নাট বল্টু হলো ভারতীয় বাংলা ভাষার একটি হাস্যরসাত্মক অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক। ছোটদের জন্য নির্মিত পারিবারিক এই ধারাবাহিকটি ২০১৬ সাল থেকে নিয়মিত সনি আট টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়।[১]

পটভূমি[সম্পাদনা]

নাট বল্টু ধারাবাহিকটি নাট ও বল্টু নামের দুই শিশুর ঘটনা এবং কার্যকলাপের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যাদের বয়স প্রায় ১০ বছর। তারা দুইজন দুষ্টু, সেই সাথে একজন মোটা ও একজন চিকন; যারা ভালো এবং খারাপ সময়ে একে অপরের পাশাপাশি থাকে। তারা সবসময় অন্যদের সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে, কিন্তু ব্যক্তিত্ব এবং অনন্য চিন্তার কারণে তারা সবসময়ই কিছু ঝামেলায় পড়ে। অবশেষে তাদের বন্ধুত্ব, সততা এবং বিশ্বাস সব সমস্যা সমাধানে সাহায্য করে।[২]

চরিত্রসমূহ[সম্পাদনা]

  • নাট: কেন্দ্রীয় চরিত্র, মোটা ও বুদ্ধিমান বালক। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। সে অধিকাংশ সময় সবুজ রঙের টি-শার্ট, কমলা রঙের প্যান্ট ও বাদামি রঙের জুতো পরে।[১]
  • বল্টু: দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র, নাটের বন্ধু। চিকন ও বুদ্ধিমান বালক।[১]
  • বড়বাবু: গোপী দারোগা; দাশপাড়া পুলিশ স্টেশনের ইন্সপেক্টর।[১]
  • রজনী বাবু: নাটের বাবা।[১]
  • রেঞ্চ: রতন চচ্চরি; নাট-বল্টুর প্রতিদ্বন্দ্বী দলের প্রধান।[৩]
  • হুলো: নাট-বল্টুর প্রতিদ্বন্দ্বী, রেঞ্চের সহযোগী, মিত্তির আন্টির বোনের ছেলে। নিজের মাসির বাড়িতে থেকে দাশপাড়া স্কুলে পড়াশোনা করে।[৪]
  • বাটালি: নাট-বল্টুর প্রতিদ্বন্দ্বী, রেঞ্চের সহযোগী, মিত্তির আন্টির বোনের ছেলে। নিজের মাসির বাড়িতে থেকে দাশপাড়া স্কুলে পড়াশোনা করে।[৫]
  • ভ্যাবলাই: রেঞ্চ, হুলো এবং বাটালির সহযোগী।[৩]
  • চিমটি: নাট-বল্টুর মেয়ে বন্ধু, বড়বাবুর ভাগ্নি।[৬]
  • করালি দাদু: অবসরপ্রাপ্ত উকিল।[৭]
  • মিত্তির আন্টি: মিসেস মিত্র; হুলো, বাটালির মাসি।[১]
  • কর্মকর্তা: দাশপাড়া ক্লাবের সভাপতি।[৮]
  • রাঙা দাদু: নাটের মায়ের মামা, নাটের দুঃসম্পর্কের দাদু।[৯]
  • মুড়িলাল, কানু, কাকাতুয়া: ডাকাত, যারা প্রতিবার চুরি অথবা ডাকাতি করার পর নাট-বল্টুর কারণে ধরা পড়ে।[১০]
  • চ্যালা: মুড়িলাল, কানু এবং কাকাতুয়ার সহযোগী।

পর্বের তালিকা[সম্পাদনা]

এখন পর্যন্ত ধারাবাহিকটির ৮৪৮টি পর্ব সম্প্রচারিত হয়েছে।

১–৫০[সম্পাদনা]

পর্ব শিরোনাম
পরোপকার
মুষ্টিযোগ
নববর্ষের জলসা
নববর্ষের চমচম
দাঁতকপাটি
হরবোলা
বস্তা দৌড়
ভূতের ঠাণ্ডা হাত
হাতের কাজ
১০ যান্ত্রিক কেরামতি
১১ ফুলকপির যুদ্ধ
১২ কিডন্যাপারের কবলে
১৩ জঞ্জাল সাফাই
১৪ বস্ত্র বিতরণ
১৫ ভৌতিক অভিযান
১৬ সাইকেল রেস
১৭ সৌভাগ্য
১৮ ভারোত্তোলন
১৯ ফাটা নাকের কেরামতি
২০ দারোগাবাবু দূর হটো
২১ ছদ্মবেশের আড়ালে
২২ বড়বাবুর পেটের ব্যামো
২৩ মরণ কুঁয়ো
২৪ টাইট খেলো রেঞ্চ
২৫ মোক্ষম ব্রেকফাস্ট
২৬ অপহরণের অপবাদে
২৭ রিভেঞ্জ
২৮ চকোলেট কেক
২৯ মাইক ভূত
৩০ ডাকাত ধরা
৩১ পার্সেল বনাম জলের পাইপ
৩২ আম অভিযান বনগ্রামে
৩৩ ম্যাও
৩৪ সেল-এর কেনাকাটা
৩৫ ফোন কল
৩৬ চোর ধরার কল
৩৭ সারে জাহাঁসে আচ্ছা
৩৮ বড়বাবুর উত্তোলন
৩৯ কিশোর বাহিনী
৪০ সাবেক কালের খাবার
৪১ আটত্রিশের তিনের দুই
৪২ ঘুড়ির লড়াই
৪৩ আসল নকল
৪৪ বড়বাবুর ছাতা
৪৫ ন্যাড়া ব্লাডার
৪৬ মোবাইল কাণ্ড
৪৭ গোয়েন্দাগিরি
৪৮ জন্মদিনের উপহার
৪৯ হালকা পলকা
৫০ ঘুঘু পড়লো ফাঁদে

৫১–১০০[সম্পাদনা]

পর্ব শিরোনাম
৫১ নাট বল্টু ও গান্ধী জয়ন্তী
৫২ নাটের নতুন কাকা
৫৩ জ্যান্ত অসুর
৫৪ আতস কাচ
৫৫ রাস্টিকেট
৫৬ নকল দারোগা
৫৭ জল বাঁচাও
৫৮ কালী পূজো
৫৯ বৃক্ষরোপণ
৬০ বেলুন ভ্রমণ
৬১ ফুটবল ম্যাচ
৬২ মোহর উদ্ধার
৬৩ মাছ ধরা
৬৪ বাঘ ধরার কেরামতি
৬৫ শব্দের গুঁতো
৬৬ তীর-ধনুকের কেরামতি
৬৭ ভূতের বাড়ি
৬৮ হাতখরচ
৬৯ ক্যামেরা
৭০ পেইন্টিং
৭১ কেক চুরি
৭২ ওয়াক-ওভার
৭৩ বড়দিনের কেক
৭৪ আসল নকল সান্তাদাদু
৭৫ হ্যাপি নিউ ইয়ার
৭৬ বর্ষবরণ ২০১৭
৭৭ গয়না উদ্ধার
৭৮ আশ্চর্য কলম
৭৯ ম্যাজিক চাদর
৮০ হানাবাড়িতে একটি রাত
৮১ মাছের টোপ
৮২ হনুমানের লঙ্কাকাণ্ড
৮৩ কত ধানে কত চাল
৮৪
৮৫ আজব সাজা
৮৬ সবুজ পাতার বাণীবন্দনা
৮৭ ক্রিকেট প্রতিযোগিতা
৮৮ জ্যোতিষ চর্চা
৮৯ রাজভোগ কেলেঙ্কারি
৯০ পিকনিক
৯১ হাতি ধরা
৯২ ভূতের রাজা
৯৩ হাঁস চোর
৯৪ তেঁতুল চুরি
৯৫ পুণ্যি পুকুর
৯৬ শিক্ষামূলক ভ্রমণ
৯৭ বড়বাবুর জন্মদিন
৯৮ হাইজ্যাক
৯৯ নিরক্ষরতা দূরীকরণ
১০০ মাস্টার স্ট্রোক

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]