বিষয়বস্তুতে চলুন

ক্রিস্টিয়ানো মাচাদো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস্টিয়ানো মাচাদো
ব্যক্তিগত বিবরণ
জন্ম৫ নভেম্বর ১৮৯৩
সাবারা, ব্রাজিল
মৃত্যু২৬ ডিসেম্বর ১৯৫৩
রোম, ইটালি
রাজনৈতিক দলসোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি

ক্রিস্টিয়ানো মন্টেইরো মাচাদো (৫ নভেম্বর ১৮৯৩ – ২৬ ডিসেম্বর ১৯৫৩) একজন ব্রাজিলিয় রাজনীতিবিদ ছিলেন। তার রাজনৈতিক জীবনে তিনি শহরের মেয়র, কংগ্রেসম্যান ও রাষ্ট্রদূতের দ্বায়িত্ব পালন করেছিলেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ক্রিস্টিয়ানো ১৯৮৩ সালের ৫ নভেম্বর ব্রাজিলের সাবারায় বাবা ভার্জিলো মাচাদা ও মা ম্যারিয়েটা মন্টেইরো মাচাদোর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯১৮ সালে তিনি রিও ডি জেনেরিও'র ফ্রি ফ্যাকাল্টি হতে আইনবিদ্যায় স্নাতক অর্জন করেছিলেন।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

ক্রিস্টিয়ানো মাচাদো ১৯২৬ হতে ১৯২৯ সময়কালে বেলো হরাইজন্টের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৪৫ থেকে ১৯৫০ সালের মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি)- দল হতে মিনাস গেরাইসের হতে নির্বাচিত কংগ্রেসম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৫০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পিএসডি’র প্রার্থী হিসাবে মনোনীত হন, তবে পিএসডি-র বেশিরভাগ সদস্য গেটিলিও ভার্গাসের প্রার্থিতা সমর্থন করেছিলেন এবং তিনি মাত্র ২১.৪৯% ভোট পেয়েছিলেন।[২]

মৃত্য[সম্পাদনা]

১৯৫৩ সালের অক্টোবরে তাকে ভ্যাটিকান সিটিহলি সি- তে ব্রাজিলিয় রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করা হয়, দায়িত্ব গ্রহণের পরপরই ২৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cristiano Machado"Centro de Pesquisa e Documentação de História Contemporânea do Brasil (পর্তুগিজ ভাষায়)। ২০২১-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪ 
  2. Brasil, CPDOC-Centro de Pesquisa e Documentação História Contemporânea do। "CRISTIANO MONTEIRO MACHADO"CPDOC - Centro de Pesquisa e Documentação de História Contemporânea do Brasil (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪