সংনম্যতা
অবয়ব
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (9 January 2021) |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
কোনো বস্তুর উপর চারদিকে থেকে সমান চাপ সমান প্রয়োগ করলে বস্তুর আয়তন কমে যায় তাকে সংনম্যতা[১] বলে । স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাতকে সংনম্যতা বলে। সংনম্যতা হচ্ছে গ্যাস ও তরল পদার্থের ধর্ম। সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। সংনম্যতার একক m2/N or Pa−1 । সংনম্যতা = আয়তন পীড়ন / আয়তন বিকৃতি। সংকোচনের ক্ষমতা β হিসাবে প্রকাশ করা যেতে পারে
যেখনে V হলো আয়তন এবং p হলো চাপ ।