লিমা (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিমা
জন্ম (1979-09-22) ২২ সেপ্টেম্বর ১৯৭৯ (বয়স ৪৪)
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেত্রী

শামীমা আলী লিমা, তিনি লিমা নামে চিত্রজগতে খ্যাতি অর্জন করেন। লিমা নব্বই দশকের একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী, প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় অভিনয় করেন মাত্র ১৪ বছর বয়সে। কমল সরকার পরিচালিত ছবিটির নাম সুখের আগুন। তিনি ক্যারিয়ারে মোট ২৫ টি ছবিতে অভিনয় করেছেন।

জীবনী[সম্পাদনা]

লিমা ১৯৯৪ সালে সালমান শাহের বিপরীতে প্রেমযুদ্ধ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[১] এর পরের বছর সালমান শাহ-লিমা জুটির কন্যাদান চলচ্চিত্রটি মুক্তি পায়।[১] নব্বই দশকের শেষদিকে চলচ্চিত্রাঙ্গন থেকে সরে যান লিমা।[২] এরপর তিনি নিউমার্কেটমোহাম্মদপুরে বিউটি পার্লার ব্যবসার সাথে যুক্ত হন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

বাংলাদেশের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী লিমা। পারিবারিক নাম শামীমা আলি লিমা। জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৭৯, কুমিল্লার দাউদকান্দি, বর্তমানে তিতাস থানায়। বেড়ে ওঠা ঢাকায়। তিন বোনের মধ্যে লিমা সবার বড়। লিমার অভিনয় শুরু শৈশব থেকেই। বাবা একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যুদ্ধের পর ঢাকায় ব্যবসা শুরু করেন। মোহর আলী ছিলেন শিল্পমনস্ক। মোহাম্মদপুরে থাকতেই ‘কুট্টি ভাই’ নামে একজনের সঙ্গে মোহর আলীর পরিচয় হয়। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী ছিলেন। তিনিই লিমাকে দেখে বিটিভির অঙ্কুর অনুষ্ঠানে যোগ দিতে বলেন। অঙ্কুরের মধ্যমেই লিমার অভিনয়ের শুরু। তখন লিমার বয়স ৯ বছর। লিমা ক্রমেই অভিনয়, নাচ, গানে ভালো করতে থাকেন। এরপর যুক্ত হন সিনেমায়। মাত্র ৮ বছরের অভিনয়জীবনে ২৫টি সিনেমায় অভিনয় করেন। ১৯৯৮ সালের পর সিনেমা জীবনে ইতি টানেন। অভিনয় ছাড়ার পর লিমা মোহাম্মদপুরে বিউটি পারলারের ব্যবসার সঙ্গে যুক্ত হন।

চলচ্চিত্র[সম্পাদনা]

  • সুখের আগুন[২]
  • সতী কমলা
  • প্রেমগীত[২]
  • হাবিলদার
  • প্রেমযুদ্ধ[২]
  • কন্যাদান[২]
  • গরিবের সংসার
  • জজ ব্যারিস্টার[৩]
  • বাংলার কমান্ডো
  • গরিবরাও মানুষ
  • ঘরের শত্রু
  • নীল সাগরের তীরে
  • সতর্ক শয়তান
  • দুঃসাহস
  • লড়াই
  • চাকরানী
  • আত্মসাৎ
  • হুলিয়া
  • আজকের ফয়সালা
  • নাগ নাগিনীর প্রেম
  • মন ময়ূরী
  • অন্যায় অত্যাচার
  • ক্ষমতার লড়াই
  • ডাকাত
  • বাঘা বাঘিনী।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "হারিয়ে যাওয়া নায়িকারা"ইত্তেফাক। ১৪ মার্চ ২০১৯। ১৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "সালমান শাহের নায়িকারা এখন কে কোথায়?"জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "চলচ্চিত্র"কালের কণ্ঠ। ৮ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯