র্ঙ্গোগ-জো-ত্শুল-খ্রিম্স-শেস-রাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

র্ঙ্গোগ-জো-ত্শুল-খ্রিম্স-শেস-রাব (ওয়াইলি: rngog jo tshul khrims shes rab) (১১১৫-১১৫৮) হেবজ্র তন্ত্র সম্বন্ধীয় একজন তিব্বতী পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

র্ঙ্গোগ-জো-ত্শুল-খ্রিম্স-শেস-রাব ১১১৫ খ্রিষ্টাব্দে তিব্বতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল র্ঙ্গোগ-ম্দো-স্দের (ওয়াইলি: rngog mdo sde)। পিতার নিকট তিনি হেবজ্র তন্ত্র সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। তিনি স্গাম-পো-পা-ব্সোদ-নাম্স-রিন-ছেন নামক বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতের নিকট এই তন্ত্র সম্বন্ধে ও র্গ্যাল-বো-লো (ওয়াইলি: rgyal ba lo) নামক পণ্ডিতের নিকট স্গ্রোন-মা-র্নাম-গ্সুম (ওয়াইলি: sgron ma rnam gsum) নামক তত্ত্ব সম্বন্ধে অধ্যয়ন করেন। তিনি দার-ম্দ্জেস (ওয়াইলি: dar mdzes) নামক এক মহিলাকে বিবাহ করেন এবং তাদের র্ঙ্গোগ-কুন-দ্গা'-র্দো-র্জে (ওয়াইলি: rngog kun dga' rdo rje) নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Martin, Dan (2008-08)। "Ngok Jo Tsultrim Sherab"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-21  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন[সম্পাদনা]

Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, p. 409.