রূপচাঁদ মুর্মু
অবয়ব
রূপচাঁদ মুর্মু | |
---|---|
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ১৯৯১ – ২০০৯ | |
পূর্বসূরী | মতিলাল হাঁসদা |
সংসদীয় এলাকা | ঝাড়গ্রাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মেদিনীপুর, পশ্চিমবঙ্গ | ৩ নভেম্বর ১৯৪৭
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
দাম্পত্য সঙ্গী | সুমিত্রা মুর্মু |
সন্তান | 3 daughters |
বাসস্থান | মেদিনীপুর |
১৭ সেপ্টেম্বর, ২০০৬ অনুযায়ী উৎস: [১] |
রূপচাঁদ মুর্মু (জন্ম ৩ নভেম্বর ১৯৪৭) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) রাজনৈতিক দলের সদস্য। তিনি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম কেন্দ্র থেকে ১৯৯১ সালে ১০ তম লোকসভায় নির্বাচিত হন। তিনি একই কেন্দ্র থেকে ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে লোকসভায় পুনরায় নির্বাচিত হন।