রুদ্রপলাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রুদ্রপলাশ
Spathodea campanulata
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Asterids
বর্গ: Lamiales
পরিবার: Bignoniaceae
গোত্র: Tecomeae
গণ: Spathodea
প্রজাতি: S. campanulata
দ্বিপদী নাম
Spathodea campanulata
P.Beauv.

রুদ্রপলাশ (বৈজ্ঞানিক নাম: Spathodea campanulata) (ইংরেজি: fountain tree, African tulip tree, pichkari or Nandi flame) হচ্ছে বিগ্নোনিয়াসি পরিবারের একটি উদ্ভিদ। নাম রুদ্রপলাশ হলেও এটি আমাদের পরিচিত পলাশ ফুল নয়। অন্যাণ্য স্থানীয় নামের মধ্যে Fountaintree, Rugtoora ইত্যাদি উল্লেখযোগ্য। রুদ্রপলাশ নামটি দ্বিজেন শর্মার দেয়া।

রুদ্রপলাশ, খড়্গপুর টাউন সাউথসাইড, পশ্চিম মেদিনীপুর

বংশ বিস্তার[সম্পাদনা]

এর বীজ দেখতে অনেকটা স্বচ্ছ কাগজের মধ্যে আটকানো একটি হার্ট বা হৃদয় বলে মনে হয়। নৌকা আকৃতির সিডপডের খোলের ভেতর থাকে বীজগুলো। একটা সিডপডে ৫০০ র মতো বীজ হয়। বীজগুলো হালকা হবার কারণে অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। সেখান থেকে নতুন গাছের জন্ম হয়। তবে কোনো কারণে এই গাছের বৃদ্ধি ব্যাহত হলে ‘সাকার রুট’ থেকে ফের নতুন গাছ জন্ম নেয়।[১]

বাংলাদেশে রুদ্রপলাশ[সম্পাদনা]

বাংলাদেশে রমনা পার্কবলধা গার্ডেনে এই গাছ রয়েছে। এছাড়াও দেশের নানা প্রান্তে এদের কদাচিৎ দেখতে পাওয়া যায়।[২]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]