রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়
অবস্থান
রাণীহাটি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৪৮ খ্রিষ্টাব্দ
বিদ্যালয় জেলাচাঁপাইনবাবগঞ্জ
প্রধান শিক্ষককামাল হোসেন
শ্রেণী৬ষ্ঠ - ১০ম
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
শিক্ষা বোর্ডরাজশাহী শিক্ষা বোর্ড

রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত । এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল । [১]

ইতিহাস[সম্পাদনা]

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলাটি তৎকালীন ব্রিটিশ বঙ্গ প্রদেশের মালদহ জেলার বৃহতম থানা ছিল শিবগঞ্জ । রাণীহাটি গ্রামে ১৯৪০ সালের কোন এক সময় একটি মিডিয়াম ইংলিশ স্কুল চালু হয়েছিল । সেই সময় এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকায় এলাকার সুধীজন ও বিদ্যানুরাগী ব্যক্তিগন শিক্ষা বিস্তারের লক্ষে মিডিয়াম ইংলিশ স্কুলকে প্রায় ৩ (তিন) একর জমির উপর ১৯৪৮ সালে রাণীহাটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন;[১] যাতে এলাকায় শিক্ষানুরাগী ব্যক্তিগন অন্যতম ভূমিকা রাখেন ।

সফলতা[সম্পাদনা]

প্রতিবছর স্কুল থেকে শিক্ষার্থীরা সাফল্যতার সাথে জিপিএ-৫ পেয়ে আসছে।[২]

খেলার মাঠ[সম্পাদনা]

রাণীহাটি স্কুলের মাঠটি রাণীহাটি ফুটবল মাঠ নামেই পরিচিত। মাঠটিতে সারাবছর খেলাধুলা হয়ে থাকে । যেমনঃ ফুটবল,ক্রিকেট,ভলিবল ইত্যাদি । এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে ।

উল্লেখযোগ্য শিক্ষার্থী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়"। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  2. http://archive.ittefaq.com.bd/index.php/index.php?ref=MjBfMDZfMTBfMTRfMV8yNV8xXzEzNjk1Nw==