রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়
অবস্থান
রাণীহাটি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৪৮ খ্রিষ্টাব্দ
বিদ্যালয় জেলাচাঁপাইনবাবগঞ্জ
প্রধান শিক্ষককামাল হোসেন
শ্রেণী৬ষ্ঠ থেকে ১০ম
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
শিক্ষা বোর্ডরাজশাহী শিক্ষা বোর্ড
ওয়েবসাইটUnder of construction(coming soon)

রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Ranihati Multilateral High School চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত । এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল । [১]

ইতিহাস[সম্পাদনা]

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলাটি তৎকালীন ব্রিটিশ বঙ্গ প্রদেশের মালদহ জেলার বৃহতম থানা ছিল শিবগঞ্জ । রাণীহাটি গ্রামে ১৯৪০ সালের কোন এক সময় একটি মিডিয়াম ইংলিশ স্কুল চালু হয়েছিল । সেই সময় এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকায় এলাকার সুধীজন ও বিদ্যানুরাগী ব্যক্তিগন শিক্ষা বিস্তারের লক্ষে মিডিয়াম ইংলিশ স্কুলকে প্রায় ৩ (তিন) একর জমির উপর ১৯৪৮ সালে রাণীহাটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন;[১] যাতে এলাকায় শিক্ষানুরাগী ব্যক্তিগন অন্যতম ভূমিকা রাখেন ।

সফলতা[সম্পাদনা]

প্রতিবছর স্কুল থেকে শিক্ষার্থীরা সাফল্যতার সাথে জিপিএ-৫ পেয়ে আসছে।[২]

খেলার মাঠ[সম্পাদনা]

রাণীহাটি স্কুলের মাঠটি রাণীহাটি ফুটবল মাঠ নামেই পরিচিত। মাঠটিতে সারাবছর খেলাধুলা হয়ে থাকে । যেমনঃ ফুটবল,ক্রিকেট,ভলিবল ইত্যাদি । এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে ।

উল্লেখযোগ্য শিক্ষার্থী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়"। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  2. http://archive.ittefaq.com.bd/index.php/index.php?ref=MjBfMDZfMTBfMTRfMV8yNV8xXzEzNjk1Nw==