রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের নওগাঁয় প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়। ১৮৬৪ সালে তৎকালীন বাংলার বিখ্যাত দুবলহাটি রাজপরিবারের দ্বারা স্কুলটি নির্মান করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

দুবলহাটি জমিদারি বৃহত্তর রাজশাহী জেলার জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন।[১] এর মধ্যে রাজা হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য দুবলহাটি জমিদারদের মধ্যে বিখ্যাত হয়ে আছেন। জনহিতকর কাজের মধ্যে শিক্ষা বিস্তারে তার ভুমিকা ই বেশি।[২] তার প্রত্যক্ষ তত্বাবধানেই ১৮৬৪ সালে স্কুলটি নির্মিত হয় যা পরবর্তিতে রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। প্রতি বছর স্টেটের খরচে ৫ জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে।[৩]

অবকাঠামো[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মোস্তাফিজুর রহমান, কাজী (জানুয়ারি ২০০৩)। "দুবলহাটি জমিদারি"। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৬ 
  2. ঐতিহ্যে রাজশাহী কলেজ। রাজশাহী, বাংলাদেশ: রাজশাহী কলেজ। সেপ্টেম্বর ২০০১। 
  3. "বিলুপ্তির পথে ২২৪ বছরের দুবলহাটি রাজবাড়ি"banglatribune.com। অক্টোবর ২১, ২০১৭। জুন ২৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৭, ২০২০