মাইকেল ব্লুমবার্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল ব্লুমবার্গ
১০৮তম নিউ ইয়র্ক সিটির মেয়র
কাজের মেয়াদ
জানুয়ারি ১, ২০০২ – ডিসেম্বর ৩১, ২০১৩
ডেপুটিপ্যাট্রিসিয়া হ্যারিস
পূর্বসূরীরুডি জুলিয়ানি
উত্তরসূরীবিল ডি ব্লাজিও
ব্যক্তিগত বিবরণ
জন্মমাইকেল রুবেন্স ব্লুমবার্গ
(1942-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৪২ (বয়স ৮২)
ম্যানচেস্টার ইউএস
রাজনৈতিক দলডেমোক্রেটিক পার্টি (পূর্বে ২০০১,২০১৮-বর্তমান)
দাম্পত্য সঙ্গীসুসান ব্রাউন
সন্তানজর্জিনা ব্লুমবার্গ
শিক্ষাজন হপকিন্স বিশ্ববিদ্যালয় (বিজ্ঞানে স্নাতক)
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন )
Net worthUS$61.9 billion (February 2020)[১]
স্বাক্ষর
ওয়েবসাইটOfficial website

মাইকেল ব্লুমবার্গ (জন্ম ১৪ ফেব্রুয়ারি, ১৯৪২) হলেন একজন মার্কিন ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবী এবং লেখক। তিনি ব্লুমবার্গ এল.পি. এর সংখ্যাগরিষ্ঠ মালিক এবং সহ-প্রতিষ্ঠাতা। তিনি ২০০২ থেকে ২০১৩ পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র ছিলেন এবং বর্তমানে ২০২০ সালের প্রাইমারি গণতান্ত্রিক রাষ্ট্রপতি পদের প্রার্থী। ব্লুমবার্গ ম্যাসাচুসেটস এর মেডফোর্ডে বড় হয়েছেন এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেছেন। তিনি সিকিউরিটিজ ব্রোকারেজ সালেমোন ব্রাদার্স থেকে তার কর্মজীবন শুরু করেছিলেন, ১৯৮১ সালে তার নিজস্ব সংস্থা গঠনের আগে। ব্লুমবার্গ এলপি, একটি আর্থিক পরিষেবা, সফটওয়্যার এবং গণমাধ্যম সংস্থা। তিনি পরবর্তী বিশ বছর এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বিশ্বের নবম ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমাণ $১.৯ বিলিয়ন ডলার। প্রতিশ্রুতিতে স্বাক্ষর করার পর থেকে ব্লুমবার্গ $ ৮.২ বিলিয়ন ডলার দিয়েছেন।[২] ব্লুমবার্গ ২০০৫ ও ২০০৯ সালে পুনরায় নির্বাচনে বিজয়ী হয়ে টানা তিনবারের জন্য নিউইয়র্ক সিটির ১০৮ তম মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত তাঁর মাতৃশিক্ষায়তন, জনস হপকিন্স ইউনিভার্সিটিতে ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। পূর্ণকালীন সমাজসেবী হিসাবে একটি সংক্ষিপ্ত পদক্ষেপের পরে, ব্লুমবার্গ এলপিতে সিইও পদে ২০১৪ সালে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

ব্লুমবার্গ ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে

সম্পদ[সম্পাদনা]

২০০৯ সালের মার্চ মাসে ফোর্বসের তথ্য অনুযায়ী ব্লুমবার্গের সম্পদের পরিমাণ ১৬ বিলিয়ন ডলার করেছে, যা আগের বছরের চেয়ে সাড়ে চার বিলিয়ন ডলার বেশি, ২০০৯ সালে তার সম্পদ ছিলো বিশ্বের সবচেয়ে বেশি বৃদ্ধি সম্পদ।[৩] তিনি মাত্র দুই বছরে বিশ্বের বিলিয়নারি ফোর্বসের তালিকায় ১৪২ তম থেকে ১৭ তম স্থানে চলে এসেছিলেন।[৪][৫] ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, ব্লুমবার্গ বিশ্বের নবম ধনী ব্যক্তি ছিলেন। ফোর্বসের মতে, তার মোট সম্পদের পরিমান ছিলো $ ৬১.৯ বিলিয়ন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Michael Bloomberg"Forbes। ফেব্রুয়ারি ১৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৬, ২০১৮ 
  2. Banjo, Shelly (আগস্ট ৫, ২০১০)। "Mayor Pledges Wealth"Wall Street Journalআইএসএসএন 0099-9660। সংগ্রহের তারিখ এপ্রিল ২২, ২০১৭ 
  3. Farrell, Andrew। "Billionaires Who Made Billions More"Forbes। সংগ্রহের তারিখ জুলাই ২৬, ২০১২ 
  4. "The World's Billionaires"Forbes। মার্চ ৮, ২০০৭। 
  5. "The World's Billionaires"Forbes। মার্চ ১, ২০০৯।