ব্যবহারকারী:দ্রিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি সৌরভ দ্রিগ। পড়ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে। এর আগে পড়েছি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে

উইকিপিডিয়ায় কাজ করতে শুরু করেছি ১২ ডিসেম্বর, ২০১১তে। সচলায়তন ব্লগে রাগিব হাসানের লেখা আমাকে উইকিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার এই সমন্বিত প্রচেষ্টায় যোগ দিতে উদ্বুদ্ধ করেছে। তাঁর প্রতি কৃতজ্ঞতা। চেষ্টা করে যাবো আমার এবং আমাদের সবার প্রিয় মাতৃভাষার জন্য।

আপনি যদি শুরু করে না থাকেন, তাহলে আজকে একাউন্ট খুলে নিন, যে কোনও একটা বাংলা উইকি ভুক্তিতে গিয়ে, সংলগ্ন ইংরেজি ভুক্তি থেকে দুইটা বাক্য অনুবাদ করুন। শুরু করার আগে আমার ধারণাও ছিলো না এটা কি অবিশ্বাস্য সহজ হতে পারে!

আপনি একজন বাংলাভাষী, এবং একারণেই আপনি আমার আপনজন। আমি, আপনি, আমরা সবাই মিলে চলুন আমাদের প্রিয় এই ভাষাটাকে আরও সমৃদ্ধ করে তুলি।


...তোমার উৎসে স্মৃতি করে যাওয়া আসা

মনে-মনে চলি চঞ্চল অভিযানে,

সাহচর্যেই চলি, নয় অভিমানে,

আমার কথায় তোমারই তো পাওয়া ভাষা...