বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর | |
---|---|
অবস্থান | |
দেশ | বাংলাদেশ |
অবস্থান | বেনাপোল, যশোর |
স্থানাঙ্ক | ২৩°০২′৩৩″ উত্তর ৮৮°৫৩′৩৭″ পূর্ব / ২৩.০৪২৬১৯৪° উত্তর ৮৮.৮৯৩৬২৩° পূর্ব |
বিস্তারিত | |
পোতাশ্রয়ের ধরন | স্থলবন্দর |
বেনাপোল স্থলবন্দর , যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল শহরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। এই বন্দরটি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতের সাথে রপ্তানি-আমদানি করতে ব্যবহৃত হয়।[১] এই বন্দরটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত।[২] আমদানিকৃত ভারতীয় পণ্যগুলির মধ্যে প্রায় ৯০% এই বন্দরের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে।[৩] ২০০২ সালে বেনাপোল শূল্ক স্টেশন কে স্থলবন্দর ঘোষণা করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়। বেনাপোল স্থলবন্দরের আয়তন প্রায় ৯০ একর। এ বন্দর দিয়ে প্রধানত ভোগ্যপণ্য, কাচা তুলা, যানবাহন, মটর পার্টস, মেশিনারী, তৈরী পোশাক, লোহা এবং লোহাজাতীয় পণ্য, স্টিল প্লেট, প্রসাধনী সামগ্রী, শিশু খাদ্য, রাসায়নিক দ্রব্য ইত্যাদি আমদানি করা হয়। এ বন্দরের প্রধান রপ্তানি পণ্য হলঃ পাট এবং পাট জাতীয় পণ্য, তৈরী পোশাক, মাছ, প্লাস্টিক ইত্যাদি। ২০২০-২১ অর্থ বছরে এ স্থলবন্দর ৮৩,৫৪,৯৫,৪৪২ টাকা আয় করে।[৪]
ইতিহাস
[সম্পাদনা]বেনাপোল স্থল বন্দর স্থল কাস্টমস স্টেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৪ সালে এ বন্দরটি কাস্টমস বিভাগে পরিণত হয়। এটি ১৯৯৭ সালে একটি কাস্টম হাউসে রূপান্তরিত হয় এবং ২০০৯ সালে নতুন অবস্থানে ভবন নির্মাণ করা হয়। বেনাপোল কাস্টমস এবং ইমিগ্রেশন চেক পোস্ট তারপর থেকে তার কার্যক্রম শুরু করে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Trade through Benapole land port resumes after 10 weeks"। The Financial Express (ইংরেজি ভাষায়)। Dhaka। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৮।
- ↑ Bangladesh Land Port Authority
- ↑ ক খ "Procurement Details"। World Bank (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৮।
- ↑ "বেনাপোল স্থলবন্দর"। benapole.bsbk.gov.bd (ইংরেজি ভাষায়)।