বুরাক অ্যাজিভিট
বুরাক অ্যাজিভিট | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | তুর্কি |
মাতৃশিক্ষায়তন | মারমারা বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | কালিকুসু, কারা সেভদা |
দাম্পত্য সঙ্গী | ফাহরিয়ে ইভেন (বি. ২০১৭) |
সন্তান | ২ |
বুরাক অ্যাজিভিট একজন তুর্কি অভিনেতা ও মডেল। তিনি কালিকুসু (২০১৩-২০১৪) এবং কারা সেভদা (২০১৫-২০১৭) চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। তিনি বর্তমানে ইতিহাস-ভিত্তিক ও রোমাঞ্চকর সিরিজ কুরুলুস: উসমান (২০১৯-বর্তমান) এ "ওসমান বে" চরিত্রে অভিনয় করছেন। অ্যাজিভিট তার অভিনয় কর্মজীবন জুড়ে অসংখ্য প্রশংসার প্রাপক হয়েছেন।
জীবনী
[সম্পাদনা]২০০৩ সালে, অ্যাজিভিট তুরস্কের শীর্ষ মডেল নির্বাচিত হয়েছিলেন এবং তিনি মডেল এজেন্সিগুলির সাথে কাজ শুরু করেন। ২০০৫ সালে, তিনি বিশ্বের দ্বিতীয় সেরা মডেল নির্বাচিত হন। বুরাক অ্যাজিভিটের অভিনয় জীবন শুরু হয়েছিল টেলিভিশন সিরিজ এক্সি ১৮-এর মাধ্যমে। পরে তিনি টেলিভিশন সিরিজ জোড়াকি কোকা, শাহনেট এবং বাবা ওকেয়ে অভিনয় করেছিলেন। তিনি সিনেমা মুসালিয়াত ও টেলিভিশন সিরিজে কুক সিরলার, তুর্কি অভিযোজন পরচর্চা গার্ল এ অভিনয় করেন।
তিনি সুলতান সুলেমান টিভি ধারাবাহিকে মুহতেম ইয়েজিলকে মালকোওলু বালু বে চরিত্রে অভিনয় করেন। তারপরে ফাহরিয়ে ইভেনের সাথে কালিকুউ উপন্যাসের রূপান্তরকালে কামরান চরিত্রে অভিনয় করেছিলেন। ফারহিয়ে ইভেনের সাথে তিনি এক্ক সানা বেনজার সিনেমাটি তৈরি করেছিলেন। পরে মুরত বোজের বিপরীতে কার্দেয়িম বেনিম মুভিতে অভিনয় করেছেন। ২০১৫ সালে তিনি তুর্কি নাটক সিরিজ কারা সেভদাতে কমল সয়াদির চরিত্রে অভিনয় করেছিলেন। আজিভিট হ'ল বিআরকে'র প্রোডাকশনের প্রযোজকও।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]অ্যাজিভিট ৯ ফেব্রুয়ারি ২০১৭ সালে এ জার্মানিতে অভিনেত্রী ফাহরিয়ে ইভেনের সাথে বাগদান করেছিলেন এবং তারা ২৯ই জুন ২০১৭ সালে ইস্তাম্বুলে বিয়ে করেন।[১] করণ নামে তাদের পুত্রের জন্ম ১৩ এপ্রিল ২০১৯ এ হয়েছিল।[২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র | |||
---|---|---|---|
বছর | শিরোনাম | ভূমিকা | |
২০০৭ | মুসাল্লাত | সুয়াত | |
২০১৩ | জারাফা | হাসান (তুর্কি ডাবিং ভয়েস) | |
২০১৫ | আক সানা বেনজার | বালেকা আলী | |
২০১৬ | কার্দেয়িম বেনিম | হাকান | |
২০১৭ | কার্দেয়িম বেনিম ২ | হাকান | |
২০১৮ | ফেদা দিতে পারে | ক্যাপ্টেন আল্পারস্লান | |
নাটক টিভি সিরিজ | |||
বছর | শিরোনাম | ভূমিকা | |
২০০৬ | এক্সি ১৮ | মুরাত | |
২০০৭ | জোড়াকি কোকা | Ömer pzolat | |
২০০৮-২০০৯ | বাবা ওকাğı | Güven | |
২০১০ | ইহানেত | আমির | |
২০১০-২০১১ | কাক সেলার | Inetin Ateşoğlu | |
২০১১-২০১৩ | মুহতেম ইয়েজিıল | মালকোওলু বালু বে | |
২০১৩-২০১৪ | কালিকুসু | কামরান | |
২০১৫-২০১৭ | কারা সেবাদা | কামাল সয়াদেয়ার | |
২০১৯ | কুরুলু: ওসমান | প্রথম ওসমান |
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]২০০৫ সালে, অ্যাজিভিট তুরস্কের সেরা মডেল হিসাবে খেতাব জিতেছিলেন এবং "বিশ্বের সেরা মডেল" প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Fahriye Evcen ve Burak Özçivit evlendi (Gelinlik tartışması)"। Ntv.com (তুর্কি ভাষায়)। ২ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "Fahriye Evcen oğlu Karan'ı göstermedi ama..."। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- ↑ "Burak Özçivit'in akıl almaz değişimi..."। HTHayat। সংগ্রহের তারিখ ২০১৫-০২-১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে বুরাক অ্যাজিভিট (ইংরেজি)