মেলানি থর্নটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ম্যালানি থর্নটন থেকে পুনর্নির্দেশিত)
মেলানি থর্নটন
Melanie Thornton
থর্নটন তার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে শেষ কনসার্টে, নভেম্বর ২৪, ২০০১
থর্নটন তার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে শেষ কনসার্টে, নভেম্বর ২৪, ২০০১
প্রাথমিক তথ্য
জন্ম১৩ মে, ১৯৬৭
চার্লস্টন, দক্ষিণ ক্যারোলিনা, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৪ নভেম্বর ২০০১(2001-11-24) (বয়স ৩৪)
জুরিখ, সুইজারল্যান্ড
ধরন
  • পপ
  • নাচ
  • ইউরোনাচ
  • আর আ্যন্ড বি
  • গসপেল
পেশাগায়িকা
কার্যকাল১৯৯২-২০০১
লেবেলএক্সেল মিউজিক, সনি মিউজিক, ইপিক

মেলানি থর্নটন (ইংরেজি: Melanie Thornton) একজন মার্কিন পপ গায়িকা যিনি জার্মানিতে খ্যাতি অর্জন করেন এবং ইউরো ড্যান্স গ্রুপ লা বাউচির একজন সদস্য। ১৯৯০ এর দশকের মাঝামাঝিতে তিনি তার "বি মাই লাভার" এবং "সুইট ড্রিমস" গানের মাধ্যমে সফলতা অর্জন করেন। তার আরও কয়েকটি হিট গান হলো "লাভ হাউ ইউ লাভ মি", "ওয়ান্ডারফুল ড্রিমস", "মেমোরিজ", "হার্টবিট" ইত্যাদি।

মৃত্যু[সম্পাদনা]

২০০১ সালের ২৪শে নভেম্বর রাতে সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ এর কাছে এক বিমান দূর্ঘটনায় প্রাণ হারান। থর্নটন কে সাউথ ক্যালিফোর্নিয়ার মাউন্ট প্লিজ্যান্ট মেমোরিয়াল গার্ডেনসে সমাহিত করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

ইংরেজি ভাষা[সম্পাদনা]

জার্মান ভাষা[সম্পাদনা]