বলওয়ান্ত সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলওয়ান্ত সিং
পাঞ্জাব ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সম্পাদক
কাজের মেয়াদ
১৯৯৮ – ২০০৮
রাজপুরার বিধায়ক
কাজের মেয়াদ
১৯৮০ – ১৯৮৫
পূর্বসূরীহারবান্স লাল
উত্তরসূরীপ্রেম চাঁদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৬/৩৭
মৃত্যু২১ মার্চ ২০১৯
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)

বলওয়ান্ত সিং একজন শিক্ষক ও রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি পাঞ্জাব ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সম্পাদক ছিলেন। এছাড়া, তিনি পাঞ্জাব বিধানসভার একজন সদস্য ছিলেন।

বলওয়ান্ত সিং একজন সরকারি স্কুলশিক্ষক ছিলেন। ১৯৬৮ সালে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন।[১] ১৯৮০ সালে তিনি রাজপুরা থেকে পাঞ্জাব বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২][৩] এছাড়া, তিনি ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঞ্জাব ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]

বলওয়ান্ত সিং ২০১৯ সালের ২১ মার্চ ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Punjab: Former Rajpura MLA Balwant Singh passes away"The Times of India। ২২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯ 
  2. "Punjab Assembly Election Results in 1980"www.elections.in। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯ 
  3. "Rajpura Assembly Constituency Election Result"www.resultuniversity.com। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯ 
  4. "Senior Punjab CPI-M leader Balwant Singh dies"Business Standard। ২১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯