পালান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পালান
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: সপুষ্পক উদ্ভিদ
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Gentianales
পরিবার: Apocynaceae
গণ: Wrightia
প্রজাতি: W. coccinea
দ্বিপদী নাম
Wrightia coccinea
প্রতিশব্দ

Nerium coccineum

পালান (বৈজ্ঞানিক নাম: Wrightia coccinea) (ইংরেজি: Scarlet Wrightia) এক প্রজাতির সপুষ্পক উদ্ভিদ। বাংলাদেশের সিলেট অঞ্চলে এর নাম পালাম। এটি বাংলাদেশভারতের স্থানীয় গাছ। দেশ দু'টির পাহাড়ি এলাকায় এরা জন্মায়। উচ্চতায় ২০ মিটার পর্যন্ত হয়।[১] পালান গাছের ফুল সিঁদুরলাল রঙের ও প্রায়-ফানেল আকৃতির। পাতা ডিম্বাকৃতির ও উজ্জ্বল সবুজ। ফুলের পাপড়ি ছোট, সংখ্যায় পাঁচ ও আকারে গোল। ফুলে সুবাস রয়েছে এবং ফুলের ওপর মাছি সারাক্ষণ উড়ে বেড়ায়। ডালের ডগায় চার থেকে পাঁচটি ফুল একত্রে ফোটে। বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে ফুল ফুটতে শুরু করে। মে মাসের পর আর ফুল থাকে না।[২] বীজের দৈর্ঘ্য ২ সেমি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Scarlet Wrightia, Flowers of India.
  2. সিঁদুররাঙা পালান ফুল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০২-১৭ তারিখে, ফারুখ আহমেদ, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১০-০৯-২০১২ খ্রিস্টাব্দ।