নাসিরুদ্দিন মাহমুদ (ইলতুতমিশের পুত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাসিরুদ্দিন মাহমুদ (ফারসি : ناصر الدين محمود) (রাজত্বকাল : ১২২৭ – ১২৩২) ছিলেন সুলতান শামসুদ্দীন ইলতুতমিশ এবং তার প্রধান সঙ্গী কুতুব আল-দ্বীন আইবেকের কন্যা তুরকান খাতুনের বড় ছেলে।[১][২] তিনি ওউধের গভর্নর ছিলেন এবং পরে মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাংলার গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ইতিহাস[সম্পাদনা]

যখন গিয়াসউদ্দিন ইওয়াজ শাহ দিল্লির সুলতান ইলতুতমিশের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তখন তিনি আলাউদ্দীন জানি সহ তার পুত্র নাসিরুদ্দিন মাহমুদকে ইওয়াজের বিরুদ্ধে আক্রমণ করার জন্য পাঠান।[৩] ইওয়াজ হেরে যায় এবং নিহত হয়। এরপর নাসিরুদ্দিন বঙ্গের গভর্নর হন। তখন তিনি সুলতান সামসুদ্দিন ইলিতুতমিশের কাছ থেকে মালিক উশ-শার্ক (مٰلك الشّرق Arabic: "পূর্বাঞ্চলের সম্রাট") উপাধি প্রাপ্ত হন।

১২২৮ সালে, নাসিরুদ্দিন কামরূপের এক রাজা রাজা পৃথুকে (রাজত্বকাল: ১১৮৫ – ১২২৮) আক্রমণ করে হত্যা করেছিলেন।[৪] পরবর্তীকালে তিনি তিব্বত আক্রমণ করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

দেড় বছর রাজত্ব করার পরে, নাসিরউদ্দীন ১২৩২ সালে মারা যান।[৪]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Siddiqi, Iqtidar Husain (১৯৯২)। Perso-Arabic Sources of Information on the Life and Conditions in the Sultanate of Delhi। Munshiram Manoharlal Publishers Pvt. Ltd.। পৃষ্ঠা 6। 
  2. Banarsi Prasad Saksena (১৯৯২)। "The Khaljis: Alauddin Khalji"। A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526) (Second সংস্করণ)। The Indian History Congress / People's Publishing House। পৃষ্ঠা 321। ওসিএলসি 31870180 
  3. এ.বি.এম শামসুদ্দীন আহমদ (২০১২)। "ইলতুৎমিশ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. Sarkar, J. N. (১৯৯২)। "Chapter II The Turko-Afghan Invasions"। The Comprehensive History of Assam। Assam Publication Board। পৃষ্ঠা 38।