তেহট্ট উচ্চ বিদ্যালয়

স্থানাঙ্ক: ২৩°৪৪′৩″ উত্তর ৮৮°৩১′৪৫″ পূর্ব / ২৩.৭৩৪১৭° উত্তর ৮৮.৫২৯১৭° পূর্ব / 23.73417; 88.52917
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেহট্ট উচ্চ বিদ্যালয় (উঃমাঃ)
অবস্থান
মানচিত্র
তেহট্ট, নদীয়া, পশ্চিমবঙ্গ পিন কোড- ৭৪১১৬০ভারত
তথ্য
ধরনরাজ্য বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৫১; ৭৩ বছর আগে (1951)
অধ্যক্ষমানিক লাল ঘোষ
শিক্ষকমণ্ডলী৫০ এর বেশি
শ্রেণীপঞ্চম থেকে দশম (ছেলে)
একাদশ থেকে দ্বাদশ (ছেলে-মেয়ে)
শিক্ষার্থী সংখ্যা৩০০০ এর বেশি
ভাষাবাংলা
রং     আকাশী নীল
     সাদা
অন্তর্ভুক্তিপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদপশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
ওয়েবসাইটTehattahighschool

তেহট্ট উচ্চ বিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত বাংলা মাধ্যমের বিদ্যালয়। [১] এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পর্যন্ত ছেলের এবং একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত ছেলেও মেয়েদের পড়ানো হয়। এই বিদ্যালয়ে একটা বড় খেলার মাঠ আছে যেখানে সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান হয়।বিদ্যালয়টি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। [২]

পোশাক[সম্পাদনা]

ছেলেদের নীল প্যান্টের উপর সাদা জামা। মেয়েদের নীলপাড়ের সাদা শাড়ি ও নীল ব্লাউস।

বাৎসরিক অনুষ্ঠান[সম্পাদনা]

প্রত্যেক বছরে এখানে বাৎসরিক খেলাধুলা হয় । ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারি দেশের স্বাধীনতা ও প্রজান্ত্র পালিত হয়। সরস্বতী পূজা ও খুব সুন্দর ভাবে পালিত হয় এই বিদ্যালয়ে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tehatta High School, Tehatta - Fees, Reviews, Admissions and Address 2021"iCBSE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৪ 
  2. "TEHATTA HIGH SCHOOL - Tehatta/iv, District Nadia (West Bengal)"schools.org.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৪