টাইলার অ্যাডামস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টাইলার অ্যাডামস
২০১৬ সালে নিউ ইয়র্ক রেড বুলস বি দলের হয়ে অ্যাডামস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম টাইলার শান অ্যাডামস
জন্ম (1999-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান ওয়াপিঙ্গার (নিউইয়র্ক), মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিডস ইউনাইটেড
জার্সি নম্বর ১২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:৫১, ১০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

টাইলার শান অ্যাডামস (ইংরেজি: Tyler Adams, ইংরেজি উচ্চারণ: /tˈa͡ɪlɚ ˈædəmz/; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৯৯; টাইলার অ্যাডামস নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব লিডস ইউনাইটেড এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৪ সালে, অ্যাডামস মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৪ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

টাইলার শান অ্যাডামস ১৯৯৯ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াপিঙ্গার (নিউইয়র্ক) জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

অ্যাডামস কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৯ই নভেম্বর তারিখে ঘোষিত মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১ ১০
২০২২ ১২
সর্বমোট ৩৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  2. "Berhalter Names 26 Player USMNT Roster For 2022 FIFA World Cup"United States Soccer Federation। ৯ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]