জীবন বৃক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জীবন বৃক্ষ

জীবন বৃক্ষ (হিব্রু ভাষায়: עץ החיים‎, রুশ: Дерево жизни) হলো বাইবেলের বুক অফ জেনেসিস অনুসারে একটি বৃক্ষ, যা আল্লাহ পাক আদন জান্নাতের মাঝখানে রোপণ করেছিলেন। আর এর ফলগুলিকে অনন্ত জীবন এবং অমরত্ব প্রদান করেছিলেন। একে ভাল এবং মন্দের বৃক্ষও বলা হয়। (জেনেসিস ২ :৯)।[১][২] আদম এবং হাওয়া এ ভালো এবং মন্দের বৃক্ষের ফল খাওয়ার পর আল্লাহ তাদের আদন জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন। (জেনেসিস ৩ : ২২): “এবং সদাপ্রভু ঈশ্বর বললেন, “দেখুন, সেই মানুষটি আমাদের একজনের মত হয়েছে। সে ভাল-মন্দ জেনেছে, এবং এখন, সম্ভবত, সে তার হাত বাড়িয়ে জীবন বৃক্ষ থেকেও নেবে, খাবে এবং চিরকাল বেঁচে থাকবে।"

আরও পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1.   |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. "The Power of Hebrew"। জুলাই ৭, ২০১৬। জানুয়ারি ২৬, ২০২০ তারিখে মূল |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৬, ২০১৭