জিগনী রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিগনী রাজ্য
जिगनी
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৭৩০–১৯৫০

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত জিগনী রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯০১
৫৭ বর্গকিলোমিটার (২২ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৩,৮৩৮
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭৩০
১৯৫০
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশহামিরপুর জেলা, উত্তরপ্রদেশ, ভারত

জিগনী রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি৷ সনদ রাজ্যটি ৫৭ বর্গকিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিলো এবং ১৯০১ খ্রিস্টাব্দে রাজ্যটির জনসংখ্যা ছিলো ৪,২৯৭ জন৷ রাজ্যটি চতুর্দিকে ব্রিটিশ যুক্তপ্রদেশের হামিরপুর জেলা ও ঝাঁসি জেলা দ্বারা বেষ্টিত ছিলো৷ [১]

রাজ্যটির রাজধানী ছিলো জিগনীতে, যা বর্তমানে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার রথ তহশিলের একটি ছোট শহর৷[২] ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনায় এটির জনসংখ্যা ছিলো ১৭৭০ জন৷[৩] এটি বেতোয়া এবং ধসান নদীর সঙ্গমস্থলে অবস্থিত৷

ইতিহাস[সম্পাদনা]

বুন্দেলা রাজগোষ্ঠীত রাজপুত যোদ্ধা রাও পদ্ম সিংহ ১৭৩০ খ্রিস্টাব্দে জায়গীর রূপে জিগনী রাজ্যটি প্রতিষ্ঠা করেন৷ তিনি বুন্দেলখণ্ডের অন্যতম শ্রেষ্ঠ শাসক ও পান্না রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা ছত্রশালের পুত্র ছিলেন৷ পূর্বে এই জায়গীরটি আয়তনে যথেষ্ট বড়ো থাকলেও খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দী থেকে ক্রমাগত মারাঠা আক্রমণের ফলে রাজ্যটির আয়তন কমতে কমতে মূল ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যায়৷[৩]

১৮১০ খ্রিস্টাব্দে জিগনী রাজ্যের শাসক পৃথ্বী সিংয়ের শাসনকালে এটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷[৪] রাজ্যটির শেষ শাসক রাও ভূপেন্দ্রবিজয় সিং ১৯৪৭ খ্রিস্টাব্দে একীভূতকরণের দলিল স্বাক্ষর করলে এটি ১৯৫০ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি তারিখে ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়৷[৫]

শাসকবর্গ[সম্পাদনা]

জিগনী দেশীয় রাজ্যের শাসকগণ ছিলেন বুন্দেলবংশীয়, তারা রাও উপাধিতে ভূষিত হতেন৷[৪][৫]

রাও[সম্পাদনা]

১৭৩০–১৭৯০ পদ্ম সিং
১৭৯০–১৮০৬ প্রথম লক্ষ্মণ সিং
১৮০৬–১৮৩০ পৃথ্বী সিং
১৮৩০–১৮৭০ ভূপাল সিং
১৮৭০–১৮৯২ দ্বিতীয় লক্ষ্মণ সিং
১৮৯২–১৯২৫ ভানুপ্রতাপ সিং
১৯২৫–১৯৩৪ অরিমর্দন সিং
১৯৩৪–১৫ আগস্ট ১৯৪৭ ভূপেন্দ্রবিজয় সিং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Hamirpur"। ব্রিটিশ বিশ্বকোষ12 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 893। 
  2. Jigini Village in Rath (Hamirpur) Uttar Pradesh
  3. Imperial Gazetteer of India, v. 14, p. 165.
  4. Princely States of India A-J
  5. "Jigni Princely State"। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৫