জাকিনথোস মেরিন পার্ক
ন্যাশনাল মেরিন পার্ক অফ জাকিনথোস (ইংরেজি: National Marine Park of Zakynthos) (গ্রিক: Εθνικό Θαλάσσιο Πάρκο Ζακύνθου) হচ্ছে একটি জাতীয় প্রাণী সংরক্ষণ কেন্দ্র। ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। গ্রিসের লাগানাস সাগরের দ্বীপ জাকিনথোসে এর অবস্থান। এই সংরক্ষণ কেন্দ্রটি ন্যাচারা ২০০০ নেটওয়ার্কের আওতাভুক্ত,[১] এবং এর আয়তন প্রায় ১৩,৫০০ হেক্টর (৫২ মা২)। লগারহেড সামুদ্রিক কচ্ছপের এটি একটি অন্যতম বাসস্থান। ভূমধ্যসাগরের সামুদ্রিক কচ্ছপ রক্ষায় নির্মিত এটি প্রথম জাতীয় সংরক্ষণকেন্দ্র।[২]
ভৌগোলিক পরিবেশ
[সম্পাদনা]জাকিনথোস মেরিন পার্কের আয়তন লাগানাস সাগর জুড়ে বিদ্যমান। এর দক্ষিণ উপকূল ভূমধ্যসাগরীয় সামুদ্রিক কচ্ছপের একটি অন্যতম বাসা বাঁধার স্থান।[৩] এই বাসা বানানোর কার্যক্রম এই সাগরের ছয়টি সৈকতে চলে, যা প্রায় ৫ কিমি (৩ মা) জুড়ে বিদ্যমান। এজন্য এই দ্বীপটি বিশ্বের সর্ববৃহৎ লগারহেড কচ্ছপের বাসস্থানে পরিণত হয়েছে।[২] এই বাসা বাঁধার স্থানগুলো ছাড়াও ৫০ কিমি (৩১ মা) দূরের দুটো ছোট দ্বীপও এই পার্কের আওতাভুক্ত।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Turtle Tracks." (পিডিএফ)। Archelon, the Sea Turtle Protection Society of Greece। ২০১১-০৭-১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০২-২২।
- ↑ ক খ Dimitrios Dimopoulos। "The National Marine Park of Zakynthos: A Refuge for the Loggerhead Turtle in the Mediterranean" (shtml)। Marine Turtle Newsletter 93:5-9, 2001। সংগ্রহের তারিখ ২০১০-০২-২২।
- ↑ Lewis Connie (১৯৯৬)। Managing conflicts in protected areas। IUCN Protected Areas Programme। পৃষ্ঠা 98। আইএসবিএন 9782831703541।
- ↑ Zante National Marine Park of Zakynthos.