জর্জ গর্ডন বায়রন
লর্ড বায়রন | |
---|---|
জন্ম | George Gordon Byron ২২ জানুয়ারি ১৭৮৮ London, England |
মৃত্যু | ১৯ এপ্রিল ১৮২৪ Messolonghi, Aetolia-Acarnania, Greece | (বয়স ৩৬)
পেশা | কবি, রাজনীতিবিদ |
জাতীয়তা | ব্রিটিশ |
সাহিত্য আন্দোলন | রোমান্টিসিজম |
উল্লেখযোগ্য রচনাবলি | Don Juan, Childe Harold's Pilgrimage |
সন্তান | এডা লাভলেস, আলজিরা বায়রন |
জর্জ গর্ডন বায়রন, ৬ষ্ঠ ব্যারন বায়রন (জানুয়ারি ২২, ১৭৮৮ - এপ্রিল ১৯, ১৮২৪), লর্ড বায়রন নামেও পরিচিত, একজন ব্রিটিশ কবি এবং রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা ডন জুয়ান (Don Juan) এবং চাইল্ড হ্যারল্ড'স পিলগ্রিমেজ (Childe Harold's Pilgrimage), এবং ছোট গীতি কবিতার মধ্যে রয়েছে "শি ওয়াকস ইন বিউটি" (She Walks in Beauty)। তিনি একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়। সে গ্রীকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রীকরা তাকে জাতীয় বীর হিসাবে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।[১]
তিনি ৩৬ বছর বয়সে গ্রীসের মেসলঙ্গি থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।
বায়রন অপরিমিত অভিজাত জীবন-যাপন করতেন যার মধ্যে রয়েছে তার প্রচুর ঋণ, বহুসংখ্যক প্রণয় ঘটিত সম্পর্ক, তার সৎ বোনের সাথে অজাচারী যৌন সম্পর্কের গুজব এবং নিজ থেকে নির্বাসিত হওয়া। অনুমান করা হয় যে বায়রন বাইপোলার আই ডিসঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন।[২][৩]
নাম
[সম্পাদনা]বায়রনের নাম সারা জীবন পরিবর্তন হয়েছে। তিনি ক্যাপ্টেন জন ম্যাড জ্যাক বায়রন এবং তার দ্বিতীয় স্ত্রী, সাবেক ক্যাথরিন গর্ডন (মৃত্যু ১৮১১), কার্ডিনাল বিটনের বংশধর এবং স্কটল্যান্ডের অ্যাবার্ডিনসায়ারের গাইট এস্টেটের উত্তরাধিকারিণী এর ছেলে।[৪] বায়রনের বাবা পূর্বে কারমার্থেন নামক এক বিবাহিত মহিলাকে ভ্রষ্ট করে। পরে কারমার্থেন তার স্বামীকে তালাক দিয়ে বায়রনের বাবা জন ম্যাড জ্যাক বায়রনকে বিয়ে করেন। তার স্ত্রীর প্রতি তার আচরণকে বর্বর ও বিদ্বেষপূর্ণ হিসাবে বর্ণনা করা হয়েছে। কার্মারথেন দুই কন্যা সন্তান জন্ম দেয়ার পর মারা যান, যার মধ্যে একজন বেঁচে ছিলোঃ বায়রনের সৎ বোন অগাস্টা লেই।[৫]
বায়রনের দাদা ছিলেন ভাইস অ্যাডমিরাল জন ফাউলউইদার জ্যাক বায়রন এবং দাদি ছিলেন সোফিয়া ট্রিভেনিয়ন।[৬]
ভাইস অ্যাডমিরাল জন বায়রন জলযানে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন, এবং তার ছোট ভাই ছিল পঞ্চম ব্যারন বায়রন, যে দুষ্ট লর্ড নামে পরিচিত।
তাকে খ্রিস্টধর্ম মতে সেন্ট ম্যারিলেবন প্যারিশ চার্চে তার নানা গাইটের জর্জ গর্ডনের নামানুসারে জর্জ গর্ডন বায়রন নাম দেয়া হয়। তার নানা স্কটল্যান্ডের জেমস I এর বংশধর যে ১৭৭৯ সালে আত্মহত্যা করেছিল।[৭]
বায়রনের বাবা স্কটল্যান্ডে তার দ্বিতীয় স্ত্রীর এস্টেট পাওয়ার উদ্দেশ্যে তার নামের শেষে গর্ডন যুক্ত করেন এবং তার নাম হয় জন বায়রন গর্ডন। সে মাঝে মধ্যে জৌলুস করে গাইটের জন বায়রন গর্ডন ব্যবহার করতো। জর্জ বায়রনও কিছু সময়ের জন্য এই বংশনাম ব্যবহার করে এবং সে এবার্ডিনে স্কুলে জর্জ বায়রন গর্ডন নামে নিবন্ধিত হয়েছিল। দশ বছর বয়সে সে ইংরেজ Barony of Byron of Rochdale এর উত্তরাধিকার পান এবং তিনি হন লর্ড বায়রন। এর ফলে তিনি তার দুইটি বংশনাম বাদ দেন (যদিও এইখানে তার বংশনাম peerage এ গৌণ ছিল)
১৮২২ সালে যখন বায়রনের শ্বাশুরি জুডিথ নোয়েল মারা যান তখন তার উইলে বায়রনের বংশনাম নোয়েল এ পরিবর্তনের প্রয়োজন হয় তার শ্বাশুরির অর্ধেক এস্টেটের উত্তরাধিকারী হওয়ার জন্য। তাকে মাঝেমধ্যে লর্ড নোয়েল বায়রন হিসাবে উল্লেখ করা হতো যেন নোয়েল তার টাইটেলের অংশ এবং একই ভাবে লর্ড বায়রনের স্ত্রীকেও মাঝে মধ্যে লেডি নোয়েল বায়রন নামে ডাকা হতো। লেডি বায়রন অবশেষে Barony of Wentworth এর উত্তরাধিকারিণী হন এবং তিনি হন লেডি ওয়েন্টওয়ার্থ।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জন বায়রন যে কারণে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন ওই একই কারণে তার দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন অর্থাৎ তার অঢেল ধন-সম্পত্তির জন্য।[৮]
জন্ম ত্রুটি
[সম্পাদনা]শিক্ষা এবং প্রারম্ভিক প্রণয়
[সম্পাদনা]শারীরিক গঠন
[সম্পাদনা]বায়রনের ডানপায়ে জন্মগত সমস্যা ছিলো। তিনি খুড়িয়ে হাটতেন। কিন্তু তিনি শৈশব থেকে এ ব্যাপারে সচেতন ছিলেন তাই বিশেষভাবে নির্মিত জুতা পরিধান করতেন। [তথ্যসূত্র প্রয়োজন] বায়রনের উচ্চতা ছিলো ৫ ফুট ৮.৫ ইঞ্চি[তথ্যসূত্র প্রয়োজন] এবং তিনি ব্যক্তিত্বময় চেহারার অধিকারী ছিলেন।[মৌলিক গবেষণা?]
প্রারম্ভিক বিকাশ
[সম্পাদনা]রাজনৈতিক জীবন
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]তিনি ১৮২৪ সালের ১৯শে এপ্রিল ৩৬ বছর বয়সে গ্রীসে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑
Plomer, William (১৯৭০) [1936]। The Diamond of Jannina। New York City: Taplinger Publishing। আইএসবিএন 978-0-224-61721-5।
Byron had yet to die to make philhellenism generally acceptable.
- ↑ The Cost Of Creativity: Bipolar Disorder and the Stars [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জানুয়ারি ২০১২ তারিখে accessed 26 December 2011
- ↑ Lord Byron [২] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ আগস্ট ২০১২ তারিখে accessed 26 December 2011
- ↑ "The Gordons of Gight"। Pbase.com। সংগ্রহের তারিখ ২০১২-০৩-০৫।
- ↑ Galt, John, The Life of Lord Byron, 1830, Chapter 1
- ↑
Boase, George Clement (১৮৭৮)। Bibliotheca Cornubiensis: A Catalogue of the Writings of Cornishmen। II। London: Longmans, Green, Reader and Dyer। পৃষ্ঠা 792। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০০৮। অজানা প্যারামিটার
|coauthors=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য) - ↑ "Byron as a Boy; His Mother's Influence — His School Days and Mary Chaworth" (PDF)। The New York Times। ২৬ ফেব্রুয়ারি ১৮৯৮। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৮।
- ↑ "...it was known to be solely with a view of relieving himself from his debts, that Mr. Byron paid his addresses to her." Moore, Thomas, The Works of Lord Byron: With His Letters and Journals, and His Life, John Murray, 1835.
রচনাবলি
[সম্পাদনা]- আওয়ার্স অফ আইড্লনেস (Hours of Idleness), ১৮০৭
- ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স (English Birds and Scotch Reviewers), ১৮০৯
- চাইল্ড হ্যারল্ড্স পিলগ্রিমেজ (Childe Harold's Pilgrimage), ১৮১২ - ১৮
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ইংরেজ কবি
- ১৭৮৮-এ জন্ম
- ১৮২৪-এ মৃত্যু
- ইংরেজ রাজনীতিবিদ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- টাইফয়েড জ্বরে মৃত্যু
- ১৯শ শতাব্দীর এলজিবিটিকিউ ব্যক্তি
- যুক্তরাজ্যে উদারনীতিবাদ
- ট্রিনিটি কলেজ, কেমব্রিজের প্রাক্তন শিক্ষার্থী
- রাজতন্ত্রী বিরোধী
- জীবাণুদূষণে মৃত্যু
- ইংরেজ নাট্যকার
- ইংরেজ পুরুষ কবি
- স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- মহাকবি
- রয়েল সোসাইটির সভ্য
- লন্ডনের লেখক
- যুক্তরাজ্যের বামপন্থী রাজনীতি