বিষয়বস্তুতে চলুন

চিলির সমাজতান্ত্রিক পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিলির সমাজতান্ত্রিক দলের পতাকা

চিলির সমাজতান্ত্রিক পার্টি (Partido Socialista de Chile) চিলির একটি সমাজবাদী গণতন্ত্রী রাজনৈতিক দল। এই দলটি ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়।

দলটির সাধারণ সম্পাদক হলেন রিকার্ডো নুনেজ । দলটির সভাপতি হলেন ক্যামিলো এসকালোনা।

দলটির তরুণ সংগঠন হল চিলির সমাজতান্ত্রিক যুব।

২০০৫ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৬৫৩৬৯২ ভোট পেয়েছিল (১০.০২%, ১৫টি আসন) ।

২০০৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী Michelle Bachelet ৩৭২৩০১৯ ভোট (৫৩.৪৯%) পেয়ে জয়লাভ করেন।

দলটি সোশালিস্ট ইন্টারন্যাশনাল নামক সমাজবাদী আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]