গ্যারেট হেডলান্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্যারেট হেডলান্ড
সান ডিয়েগোয় ২০১০ কমিক কনে হেডলান্ড
জন্ম
গ্যারেট জন হেডলান্ড

(1984-09-03) ৩ সেপ্টেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৩-বর্তমান

গ্যারেট জন হেডলান্ড (ইংরেজি: Garrett John Hedlund) (জন্ম ৩ সেপ্টেম্বর, ১৯৮৪) হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ফ্রাইডে নাইট লাইটস, ফোর ব্রাদার্স, এরাগন, কান্ট্রি স্ট্রং, ট্রয় (প্যাট্রোক্লাসের ভূমিকায়) ও ট্রন: লেগাসি (স্যাম ফ্লিনের ভূমিকায়) চলচ্চিত্রে অভিনয় করেছেন।

প্রথম জীবন[সম্পাদনা]

হেডলান্ড মিনেসোটার রোজেউতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ক্রিস্টি ও রবার্ট হেডলান্ডের পুত্র। তার জ্যেষ্ঠ ভ্রাতার নাম নাথানিয়েল ও জ্যেষ্ঠ ভগিনীর নাম আমান্ডা। তিনি মিনেসোটার একটি ছোটো শহর ওয়ানাস্কার একটি প্রত্যন্ত বিফ ক্যাটল ফার্মে বেড়ে উঠেছিলেন।[১][২] চোদ্দো বছর বয়সে মায়ের সঙ্গে তিনি অ্যারিজোনার স্কটসডেলে চলে আসেন। অ্যারিজোনায় এসে প্রো স্কাউট নামে একটি স্কাউটিং কোম্পানির সহযোগিতায় একটি ট্যালেন্ট শোতে অংশ নেন।[১] গ্র্যাজুয়েট হওয়ার পর ২০০৩ সালে তিনি লস এঞ্জেলসে চলে আসেন অভিনয় জীবন শুরু করার লক্ষ্যে।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

তার প্রথম চরিত্রটি ছিল ট্রয় চলচ্চিত্রের প্যাট্রোক্লাসের ভূমিকা। ২০০৪ সালের ১৪ মে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে তিনি ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করেছিলেন। ২০০৪ সালে ড্রামা চলচ্চিত্র ফ্রাইডে নাইট লাইটস-এ তিনি ডন বিলিংসলের চরিত্রে অভিনয় করেন।

তিনি অ্যাকশন অপরাধ চলচ্চিত্র ফোর ব্রাদার্স-এ মার্ক ওয়ালবার্গের পাশাপাশি জ্যাক মারসারের চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি এরাগন চলচ্চিত্রে মারটাগের ভূমিকায় অভিনয় করেন। ২০০৭ সালে তিনি গ্যারি মার্শাল পরিচালিত কমেডি-ড্রামা জর্জিয়া রুল-এ অভিনয় করেছিলেন। এই ছবিটি ভাল চলেনি, সমালোচকদের প্রশংসা অর্জনেও ব্যর্থ হয়েছিল। এই বছর তিনি কেভিন বেকনের বিপরীতে ডেথ সেনটেন্স ছবিতেও অভিনয় করেন।

২০১০ সালে তিনি ১৯৮২ সালের চলচ্চিত্র ট্রন-এর সিকোয়েল ট্রন: লেগাসি চলচ্চিত্রে জেফ ব্রিজেসের সঙ্গে অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।[৪] ছবিটি ২০১০ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায়।

২০১১ সালের ৭ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত কান্ট্রি মিউজিক ড্রামা কান্ট্রি স্ট্রং-এ তিনি জিনেথ প্যালট্রোর বিপরীতে অভিনয় করেন।

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

ফিল্মোগ্রাফি[সম্পাদনা]

চলচ্চিত্র
বছর নাম চরিত্র দ্রষ্টব্য
২০০৪ ট্রয় প্যাট্রোক্লাস মনোনয়ন — টিন চয়েস অ্যাওয়ার্ড-এর "চয়েস ব্রেকআউট মুভি স্টার - মেল" বিভাগে
২০০৪ ফ্রাইডে নাইট লাইটস ডন বিলিংসলে
২০০৫ ফোর ব্রাদার্স জ্যাক মারসার
২০০৬ এরাগন মারটাগ
২০০৭ জর্জিয়া রুল হারলান
২০০৭ ডেথ সেনটেন্স বিলি ডারলি
২০১০ ট্রন: লেগাসি স্যাম ফ্লিন
২০১০ কান্ট্রি স্ট্রং বিউ হাটন
২০১১ অন দ্য রোড ডিন মরিয়ার্টি পোস্ট-প্রোডাকশন

পাদটীকা[সম্পাদনা]

  1. "Minnesota farm is far behind for actor"। ১১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "Wonderland Magazine interview and report"। ১৬ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১ 
  3. T Magazine interview by Marcus Chang: Asked & Answered -Garrett Hedlund
  4. Kit, Borys (৭ জানু ২০০৯)। "Little known actor lands lead in 'Tron' sequel"Reuters/Hollywood Reporter। Reuters। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]