বিষয়বস্তুতে চলুন

কেশান্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেশান্ত (সংস্কৃত: केशान्त, আক্ষরিক অর্থে, চুল কাটা) হল হিন্দুধর্মে ষোড়শ সংস্কারের তেরোতম।[] এই  সংস্কারে ১৬ বছর বয়সে ছাত্রের দাড়ি কামানোর পাশাপাশি শরীরের অন্যান্য অংশ যেমন বাহু-পিট, চিবুক কামানোও বোঝায়।[] এই সংস্কারের পদ্ধতিটি প্রায় চূড়াকরণের মতই।[] অনুষ্ঠানের শেষে ছাত্র শিক্ষককে গরু নিবেদন করায় এই সংষ্কারটি গোদান বা গোদানকর্মন নামেও পরিচিত ছিল।[] যাজ্ঞবল্ক্য স্মৃতি ১.৩৬ এবং মনুস্মৃতি ২.৬৫ অনুসারে, সংষ্কারটি ব্রাহ্মণের জন্য  ষোড়শ বছরে (গর্ভধারণ থেকে), ক্ষত্রিয়ের জন্য  বাইশতম বছরে এবং বৈশ্যের জন্য চব্বিশতম বছরে করা উচিত।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Pandey, R.B. (1962, reprint 2003). The Hindu Sacraments (Saṁskāra) in S. Radhakrishnan (ed.) The Cultural Heritage of India, Vol.II, Kolkata:The Ramakrishna Mission Institute of Culture, আইএসবিএন ৮১-৮৫৮৪৩-০৩-১, pp.390-413
  2. Keshanta, In Hinduism, Dharmashastra (religious law), wisdomlib.org (ইংরেজি ভাষায়)
  3. Buhler, George (২০০৯) [1886]। The Laws of Manu। BiblioLife। পৃষ্ঠা 21। আইএসবিএন 978-0-559-07692-3