বিষয়বস্তুতে চলুন

কেভিন ভোলান্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেভিন ভোলান্ট
২০১৮ সালে বায়ার লেভারকুজেনের হয়ে ভোলান্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কেভিন ভোলান্ট
জন্ম (1992-07-30) ৩০ জুলাই ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান মার্কটোবারডর্ফ, জার্মানি
উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০+ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মোনাকো
জার্সি নম্বর ৩১
যুব পর্যায়
১৯৯৫–২০০৫ টালহোফেন
২০০৫–২০০৬ মেমিঙ্গেন
২০০৬–২০০৭ টিএসজি টানহাউজেন
২০০৭–২০১১ ১৮৬০ মিউনিখ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১২ ১৮৬০ মিউনিখ ৫৭ (২০)
২০১২–২০১৬ ১৮৯৯ হফেনহাইম ১৩২ (৩৩)
২০১৬–২০২০ বায়ার লেভারকুজেন ১১৫ (৪৪)
২০২০– মোনাকো ৩৪ (১৬)
জাতীয় দল
২০০৮–২০০৯ জার্মানি অনূর্ধ্ব-১৭ (২)
২০০৯–২০১০ জার্মানি অনূর্ধ্ব-১৮ (৫)
২০১০–২০১১ জার্মানি অনূর্ধ্ব-১৯ ১০ (৬)
২০১১ জার্মানি অনূর্ধ্ব-২০ (১)
২০১২–২০১৫ জার্মানি অনূর্ধ্ব-২১ ২২ (১১)
২০১৪– জার্মানি ১০ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৫৩, ২৯ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৩, ২৯ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

কেভিন ভোলান্ট (জার্মান: Kevin Volland; জন্ম: ৩০ জুলাই ১৯৯২) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লীগ ১-এর ক্লাব মোনাকো এবং জার্মানি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৮ সালে, ভোলান্ট জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৮ বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ১টি গোল করেছেন।

ব্যক্তিগতভাবে, ভোলান্ট বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৫ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের সিলভার বুট জয় অন্যতম।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কেভিন ভোলান্ট ১৯৯২ সালের ৩০শে জুলাই তারিখে জার্মানির মার্কটোবারডর্ফে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kell, Tom (৩০ জুন ২০১৫)। "Czech striker Kliment wins Golden Boot award"UEFA.com। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]