উইকিপিডিয়া:উইকিপিডিয়ার এনড্রয়েড অ্যাপ বাংলাতে ব্যবহার
উইকিপিডিয়া, মোবাইলে ব্যবহারের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশন এনড্রয়েডসহ অন্যান্য অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্য একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপটির প্রাথমিক ভাষা আপনার মোবাইলের সিস্টেমের ভাষা অনুযায়ী হলেও এর মাধ্যমে সব ভাষার উইকিপিডিয়া ব্যবহার করা যায়। এখানে উইকিপিডিয়ার অফিসিয়াল এনড্রয়েড অ্যাপটিতে কীভাবে বাংলা উইকিপিডিয়া ব্যবহার করবেন, তা দেখানো হয়েছে।
গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে: এখানে ক্লিক করুন। উল্লেখ্য, এই অ্যাপটি ব্যাতীত বাংলা উইকিপিডিয়ার আর কোন অফিসিয়াল অ্যাপ নেই।
আপনার মোবাইলের সিস্টেমের ভাষা বাংলা হলে অ্যাপটি নিচের স্ক্রিনশর্টগুলির মত আসবে। আপনার মোবাইলের সংস্করণ এন্ড্রইড ৫.০ বা তাঁর উপরের হলে আপনি আপনার মোবাইলের সিস্টেমের ভাষা বাংলা করে নিতে পারেন। আপনার মোবাইলের ভাষা বাংলা করা না গেলে বা ইংরেজি থাকলে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার এনড্রয়েড অ্যাপ বাংলাতে ব্যবহার/ইংরেজি দেখুন।