বিষয়বস্তুতে চলুন

আজমির রেলওয়ে বিভাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজমির রেলওয়ে বিভাগ
১১-উত্তর পশ্চিম রেল
রাজ্যরাজস্থান
কার্যকাল১৯৫১; ৭৩ বছর আগে (1951)
ট্র্যাক গেজMixed
প্রধান কার্যালয়আজমির জাংশন রেলওয়ে স্টেশন
ওয়েবসাইটএনডব্লিউআর প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আজমির রেলওয়ে বিভাগ ভারতীয় রেলওয়ের উত্তর পশ্চিম রেলওয়ে জোনের অধীনে চারটি রেলওয়ে বিভাগের একটি। এই রেলওয়ে বিভাগটি ১৯৫১ সালের ৫ নভেম্বর গঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে অবস্থিত।

জয়পুর রেলওয়ে বিভাগ, বিকানের রেলওয়ে বিভাগ এবং যোধপুর রেলওয়ে বিভাগ হল জয়পুরে সদর দফতর এনডব্লিউআর জোনের অধীনে অন্য তিনটি রেলওয়ে বিভাগ।[][] এই বিভাগটি দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডর প্রজেক্টের অন্যতম প্রধান অংশ যা রেলওয়ের ১,৫০০ কিমি জুড়ে রয়েছে। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের কিমি দীর্ঘ নেটওয়ার্ক।

রেল পরিবহন অবকাঠামো

[সম্পাদনা]

জোনটিতে নিম্নলিখিত ধরনের লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে :(কিংবদন্তি: ডাব্লু - ব্রড গেজ, ডি - ডিজেল, জি - পণ্য, এম - মিশ্র, পি - যাত্রী)

  • আবু রোড রেলওয়ে স্টেশন (ABR) ডিজেল শেড: WDM2s, WDM3s, WDG3A এবং WDG4s

স্বাস্থ্যসেবা

[সম্পাদনা]

কর্মচারী এবং তাদের পরিবারের জন্য, বিভাগে নিম্নলিখিত স্বাস্থ্যসেবা সুবিধা রয়েছে:

  • আঞ্চলিক হাসপাতাল
  • বিভাগীয় হাসপাতাল
    • আজমির জংশন রেলওয়ে স্টেশনের কাছে আজমের বিভাগীয় রেলওয়ে হাসপাতাল
  • মহকুমা হাসপাতাল
    • আবু রোড রেলওয়ে স্টেশনের কাছে আবু রোড সাব-ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল (আজমির বিভাগ)
  • স্বাস্থ্য ইউনিট, বেশ কয়েকটি (পুরো বিভাগ জুড়ে মোট ২৯টি, অন্যান্য ৩টি অঞ্চল সহ)
  • প্রাথমিক চিকিৎসার পোস্ট, অজানা (পুরো জোন জুড়ে মোট দুইটির বেশি নয়)

প্রশিক্ষণ

[সম্পাদনা]

জোনটিতে নিম্নলিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে:

  • জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট, আজমির বিভাগের উদয়পুর
  • ডিজেল ট্র্যাকশন ট্রেনিং সেন্টার, আজমির বিভাগের আবু রোড
  • বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র (ইঞ্জিনিয়ারিং), আজমির
  • সুপারভাইজার ট্রেনিং সেন্টার, আজমির
  • বেসিক ট্রেনিং সেন্টার (C&W), আজমির
  • বেসিক ট্রেনিং সেন্টার (লোকো), আজমির
  • এরিয়া ট্রেনিং সেন্টার, আজমির

রুট এবং ট্র্যাক দৈর্ঘ্য

[সম্পাদনা]
  • উত্তর পশ্চিম রেলওয়ে জোন
    • রুট কিমি: ব্রডগেজ ২,৫৭৫.০৩ কিলোমিটার (১,৬০০.০৫ মা), মিটার গেজ ২,৮৭৪.২৩ কিলোমিটার (১,৭৮৫.৯৬ মা), মোট ৫,৪৪৯.২৯ কিলোমিটার (৩,৩৮৬.০৩ মা)
    • ট্র্যাক কিমি: ব্রডগেজ ৬,৬৯৬.৩৬ কিলোমিটার (৪,১৬০.৯৩ মা), মিটার গেজ ৭৩৩.৪৪ কিলোমিটার (৪৫৫.৭৪ মা), মোট ৭,৩২৯.৮০ কিলোমিটার (৪,৫৫৪.৫৩ মা)
    • আজমির রেলওয়ে বিভাগ
      • রুট কিমি: ব্রডগেজ ৭৩২.৫৬ কিলোমিটার (৪৫৫.১৯ মা), মিটার গেজ ৪৪২.২৯ কিলোমিটার (২৭৪.৮৩ মা), মোট ১,১৭৪.৮৫ কিলোমিটার (৭৩০.০২ মা)
      • ট্র্যাক কিমি: ব্রডগেজ ১,১৪৯.০ কিলোমিটার (৭১৪.০ মা), মিটার গেজ ৪৬৬.৭৩ কিলোমিটার (২৯০.০১ মা), মোট ১,৬১৭.৮৩ কিলোমিটার (১,০০৫.২৭ মা)

রেলওয়ে স্টেশন এবং শহরের তালিকা

[সম্পাদনা]

তালিকায় AJMER রেলওয়ে বিভাগের অধীনে থাকা স্টেশন এবং তাদের স্টেশন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।[][]

স্টেশনের বিভাগ স্টেশনের সংখ্যা স্টেশনের নাম
এ-১ ক্যাটাগরি আজমির জংশন
বিভাগ ভিলওয়ারা, আবু রোড, ফলনা, মারওয়ার জংশন, রানী, উদয়পুর শহর
বি ক্যাটাগরি বেওয়ার, বিজয়নগর, পিন্ডওয়ারা,
সি ক্যাটাগরি (শহরের স্টেশন) - -
ডি ক্যাটাগরি - -
ক্যাটাগরি - -
এফ ক্যাটাগরি হল্ট স্টেশন - -
মোট - -


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Zones and their Divisions in Indian Railways" (পিডিএফ)Indian Railways। ১৭ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬ 
  2. "Ajmer Railway Division"Railway BoardWestern Railway zone। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬ 
  3. "Statement showing Category-wise No.of stations in IR based on Pass. earning of 2011" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬ 
  4. "PASSENGER AMENITIES - CRITERIA= For Categorisation of Stations" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬