বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Josh Katz 12

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Josh Katz 12

Josh Katz 12 (আলাপ+ · ট্যাগ করুন · অবদান · অপসারিত অবদান · লগ · ছাঁকন লগ · বাধা দিন · spi বাধা দিন · বাধাদান লগ · কেন্দ্রীয় প্রমাণী · ব্যবহারকারী পরীক্ষা করুন (লগ· তদন্ত করুন)

০৫ ডিসেম্বর ২০২২[সম্পাদনা]

সন্দেহভাজন সকপাপেট[সম্পাদনা]

দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টগুলো গৌতম বুদ্ধ নিবন্ধে সম্পাদনা যুদ্ধ ও বিভিন্ন আলাপ পাতায় আক্রমণাত্মক বার্তা আদান-প্রদান করে আসছে। তিনটি অ্যাকাউন্টেরই সম্পাদনা অভ্যাস, বার্তার ধরন একই রকম। এক অ্যাকাউন্টের বার্তাকে শক্তিশালী করতে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে বলে আমার ধারণা। কিছুদিন আগে Rojer Aurther -কে নিবন্ধটি থেকে সম্পাদনায় বাঁধা দেওয়া হলে স্রষ্টা অ্যাকাউন্ট থেকে আবার আগের মতো সম্পাদনা যুদ্ধ শুরু করেছে। সম্ভবত সর্বশেষ সতর্কবার্তা দেওয়ায় মূল অ্যাকাউন্ট ব্যবহার করছেন না। ‘স্রষ্টা’ অ্যাকাউন্টের সম্পাদনা মাত্র আটটি। কিন্তু তার সম্পাদনা থেকে বোঝা যায় যে, এই অ্যাকাউন্টটের মালিক উইকিপিডিয়ায় সম্পাদনার সাথে পরিচিত। সম্পূর্ণ নিশ্চিত হতে ব্যবহারকারী পরীক্ষণ প্রয়োজন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:০৪, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

পরীক্ষণ উপাত্ত অনুসারে আরও একটি একাউন্ট যুক্ত করা হলো। রিয়াজ (আলাপ) ১৯:৫৮, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন।

  • এসব ব্যাবহারকারীদের আমি অনেক আগে থেকেই সকপাপেট হিসেবে সন্দেহ করেছি কিন্তু কিছু বলিনি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ করা হবে এই ভেবে। তবে যিনি তাদের সন্দেহ করেছেন তাকে আলোচনা পড়ে দেখতে বাববার বলার পরও তিনি তা করেন নি আর সব দোষ আমার উপর চাপিয়ে ভুল বাধাদান করেছেন। আশা করি, এসব বাধাদানের কারণে আমি রোল ব্যাকারের মতো সুবিধা থেকে বঞ্চিত হব না।— Usoejw9 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ব্যবহারকারী পরীক্ষক ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

উল্লেখ্য, User:Josh Katz 12 ও User:পিটার পার্কার এক এবং User:Rojer Aurther ও User:স্রষ্টা একই ব্যবহারকারী হিসেবে নিশ্চিতকৃত। উপাত্ত অনুসারে বুঝা যাচ্ছে, এরা সংঘবদ্ধভাবে সম্পাদনা করতেছে। তবে, সবগুলো একই ব্যবহারকারী হওয়াটাও অসম্ভব নয়। তাই একই সকপাপেট তদন্তের আওতায় রাখা হলো। রিয়াজ (আলাপ) ১২:৫৬, ৬ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]