ওয়েব ব্রাউজার

ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন। কোনো ওয়েবসাইটে অবস্থিত লেখা এবং ছবি একই অথবা ভিন্ন ওয়েবসাইটের সাথে আন্তসংযুক্ত (হাইপারলিংক) থাকলে একটি ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে দ্রূত এবং সহজে এইসকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েবপেইজের সাথে তথ্য আদান-প্রদানে সাহায্য করে। এভাবে ওয়েবপেজের ভিতরকার লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মধ্যে চলাচল করাকে ব্রাউজিং বলে।[১]

ব্যক্তিগত কম্পিউটারের জন্য বিদ্যমান উল্লেখযোগ্য ওয়েব ব্রাউজারের মধ্যে আছে ক্রোম, ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার এবং এজ প্রভৃতি।
ব্রাউজারের ইতিহাস
[সম্পাদনা]ব্রাউজারের উৎপত্তি ১৯৮০-এর দশকে হলেও এর আধুনিক রূপ গঠিত হতে শুরু করে ১৯৯০-এর দশকের শুরুতে। ১৯৯০ সালে টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) প্রথম ওয়েব ব্রাউজার WorldWideWeb তৈরি করেন, যা পরে Nexus নামে পরিচিত হয়। এটি ছিল টেক্সট ও গ্রাফিক সমর্থনযুক্ত একটি ব্রাউজার, যা মূলত গবেষণাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত হতো।
১৯৯৩ সালে মুক্তি পায় Mosaic, যা সাধারণ ব্যবহারকারীর কাছে ওয়েবকে জনপ্রিয় করে তোলে। এর সহজ ব্যবহারযোগ্যতা ও গ্রাফিকাল ইন্টারফেস ওয়েব ব্রাউজিংয়ের ইতিহাসে বড় পরিবর্তন আনে। Mosaic থেকেই পরবর্তীতে Netscape Navigator তৈরি হয়, যা ১৯৯০-এর দশকের মাঝামাঝি সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারে পরিণত হয়।
১৯৯৫ সালে মাইক্রোসফট তাদের Internet Explorer ব্রাউজার উন্মোচন করে, যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে বিনামূল্যে দেওয়া হতো এবং দ্রুত বাজার দখল করে নেয়।
২০০০-এর দশকের মাঝামাঝি Mozilla Firefox ব্রাউজার মুক্তি পায়, যা ওপেন সোর্স হওয়ায় অনেক ডেভেলপারকে আকৃষ্ট করে। এরপর গুগল ২০০৮ সালে Google Chrome প্রকাশ করে, যা দ্রুতগতি, সরল ডিজাইন ও নিরাপত্তার কারণে অল্প সময়ে বাজারে শীর্ষস্থানে উঠে আসে।
বর্তমানে Chrome, Firefox, Safari, Microsoft Edge ইত্যাদি ব্রাউজার বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং নিয়মিতভাবে নতুন ফিচার ও নিরাপত্তা উন্নয়ন যুক্ত হচ্ছে।
বাজার শেয়ার
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Browser, Encarta Encyclopedia Deluxe 2004 (CD Version), Microsoft Corporation. USA. পরিদর্শনের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Desktop Browser Market Share Worldwide"। StatCounter।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে ওয়েব ব্রাউজার সম্পর্কিত মিডিয়া দেখুন।