ইন্টারনেট এক্সপ্লোরার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্টারনেট এক্সপ্লোরার
স্ক্রীনশট
ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এর স্ক্রিনশট
ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এর স্ক্রিনশট
মূল উদ্ভাবকথমাস রিয়ারডন
উন্নয়নকারীমাইক্রোসফট
প্রাথমিক সংস্করণ১৬ আগস্ট ১৯৯৫; ২৮ বছর আগে (1995-08-16)
স্থিতিশীল সংস্করণ
Windows11.0.1000[১] উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন / 13 ডিসেম্বর 2022
macOS5.2.3[২] উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন / 16 জুন 2003
ইঞ্জিনএমএসএইচটিএমএল (ত্রিশূল), চাক্রা
অপারেটিং সিস্টেমউইন্ডোজ (পূর্বে সমর্থিত: ম্যাক ওএস এক্স, সোলারিজ, এইচপি-ইউএক্স)
প্ল্যাটফর্মআইএ-৩২, এক্স৮৬-৬৪, আরমভি৭, আইএ-৬৪ (পূর্বে সমর্থিত: মীপস, আলফা, পাওয়ারপিসি, ৬৮কে, স্পার্ক, পিএ-আরআইএসসি)
সাথে উপলব্ধ
উত্তরসূরীমাইক্রোসফট এজ
স্ট্যান্ডার্ড (সমূহ)HTML5, CSS3, WOFF, SVG, RSS, Atom, JPEG XR
উপলব্ধ৯৫টি ভাষায়[৩]
ধরন
লাইসেন্সমালিকানা, একটি উইন্ডোজ লাইসেন্স প্রয়োজন[৪]
ওয়েবসাইটmicrosoft.com/ie

ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট কর্পোরেশনের উদ্ভাবিত এবং এক সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ১৫ জুন ২০২২ সালে মাইক্রোসফট, ইন্টারনেট এক্সপ্লোরার প্রকল্পের বন্ধ ঘোষণা করে।

ইতিহাস[সম্পাদনা]

প্রথমে যখন আই-ই (ইন্টারনেট এক্সপ্লোরার) বাজারে ছাড়া হয় তখন এটিকে কিনতে হত। কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন ব্রাউজার বাজারে নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে নতুন মার্কেটিং স্ট্রাটেজি ঠিক করে। যার পরিপ্রেক্ষিতে আই-ই কে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ফ্রি জুড়ে দেয়া হয়। আর এর পর থেকেই শুরু হয় আই-ই এর উত্থান। আই-ই ৬ বাজারে আধিপত্য বিস্তার করে রেখেছিল বহু বছর ধরে। কিন্তু মোজিলা ফায়ারফক্স বাজারে আসার পর এর একক আধিপত্যে চির ধরে। মোজিলা ফায়ারফক্স ওপেন সোর্স বিধায় এর ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়। ট্যাব-ব্রাউজিং এবং বাড়তি নিরাপত্তা আই-ই কে বাধ্য করে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে। আর এই লক্ষ্যে মাইক্রোসফট উদ্ভাবন করে তাদের ব্রাউজারের নতুন ভার্সন ইন্টারনেট এক্সপ্লোরার ৭।

ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন সংস্করণ[সম্পাদনা]

ইন্টারনেট এক্সপ্লোরার ৭[সম্পাদনা]

ইন্টারনেট এক্সপ্লোরার ৭ বিশেষ ফিচার-সমুহঃ

  1. ট্যাব-ব্রাউজিং
  2. সম্প্রসারিত নিরাপত্তা ব্যবস্থা (Extended security system)
  3. সম্প্রসারণযোগ্য অনুসন্ধান ব্যবস্থা (Extensible search system) (ফায়ারফক্স এর মত)
  4. পপ-আপ ব্লকার
  5. ফিড এজেন্ট (লাইভ বুকমার্ক)

দুর্বলতাঃ

  1. বিজ্ঞাপন রোধক (এড ব্লকার) নেই।
  2. ধীর গতিতে কাজ করে।(ডায়াল-আপ ব্যবহারকারীগণ এটা ভালো বুঝতে পারবেন)
  3. প্লাগ-ইন এর অভাব।

এটা সত্যি যে, আই-ই ৭ ফায়ারফক্স এর আগ্রাসন বন্ধ করার জন্যই মাইক্রোসফট এর পক্ষ থেকে পালটা জবাব, কিন্তু অনেকেরই ধারণা ফায়াফক্স এর গ্রোথ রেট এর কাছে আই-ই ৭ শেষ পর্যন্ত টিকতে পারবে না।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Microsoft Update-Katalog"। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০ 
  2. "Mactopia: Download: Internet Explorer 5.2.3 for Mac OS X"। ১৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Internet Explorer 10 for Windows 7 released in 95 languages – Microsoft Language Portal Blog"blogs.technet.microsoft.com 
  4. "Microsoft Pre-Release Software License Terms: Internet Explorer 11 Developer Preview"microsoft.comMicrosoft। সংগ্রহের তারিখ জুলাই ২৭, ২০১৩ 

বহিসংযোগ[সম্পাদনা]