উইকিপিডিয়া:চাঘর
অবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১ মাস আগে "জীবনী এড করার বিষয় জিজ্ঞেস।" অনুচ্ছেদে
Aishik Rehman, চাঘর নিমন্ত্রক
চাঘরে আপনাকে স্বাগতম!
এটি একটি বন্ধুত্বপূর্ণ জায়গা যেখানে আপনি উইকিপিডিয়া ব্যবহার ও সম্পাদনা করা নিয়ে সাহায্য পেতে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
এটি একটি বন্ধুত্বপূর্ণ জায়গা যেখানে আপনি উইকিপিডিয়া ব্যবহার ও সম্পাদনা করা নিয়ে সাহায্য পেতে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
উইকিপিডিয়ায় নতুন? দেখুন: যেভাবে অবদান রাখবেন।
লক্ষ্য করুন: নতুন প্রশ্নগুলো চাঘরের একদম নিচে পাওয়া যাবে।
লক্ষ্য করুন: নতুন প্রশ্নগুলো চাঘরের একদম নিচে পাওয়া যাবে।
জীবনী এড করার বিষয় জিজ্ঞেস।
[সম্পাদনা]আমি আইনুল হক।আমার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এছাড়া কয়েকটি ওয়েবসাইটে লেখালেখি কর। রকমারি ডট কম এ আইনুল হক লিখে সার্চ দিলে দেখতে পাবেন। এছাড়া গুগল সার্চবারে আইনুল হকের কবিতা লিখে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইটের লেখা দেখতে পাবেন। উইকিপিডিয়ায় আমার জীবনী অ্যাড করতে আর কি অর্জন করা প্রয়োজন। দয়া করে জানালে।চির কৃতজ্ঞ থাকবো। — 2401:1900:1095:EE7B:0:0:0:1 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- জীবনী সংশ্লিষ্ট নিবন্ধের ক্ষেত্রে যে ব্যক্তিকে নিয়ে নিবন্ধ লেখা হবে তাঁর কর্ম ও অন্যান্য জীবনবৃত্তান্ত তাৎপর্যপূর্ণ, যথেষ্ট আকর্ষনীয় এবং সর্বোপরি, বিশ্বকোষে স্থান পাওয়ার জন্য অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে। আপনার অবগতির জন্য এই WP:লেখক মানদণ্ড দেখুন। ~মহীন (আলাপ) ১৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)