শ্রীলঙ্কা জাতীয় মহিলা ফুটবল দল
অবয়ব
(Sri Lanka women's national football team থেকে পুনর্নির্দেশিত)
অ্যাসোসিয়েশন | শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন | ||
---|---|---|---|
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | সাফ (দক্ষিণ এশিয়া) | ||
প্রধান কোচ | Chikashi Suzuki | ||
ফিফা কোড | SRI | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১২৪ ৫ (১৮ ডিসেম্বর ২০১৫) | ||
সর্বোচ্চ | ১০৬ (মার্চ ২০১০) | ||
সর্বনিম্ন | ১২৯ (সেপ্টেম্বর ২০১৫) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
ভারত ৮–১ শ্রীলঙ্কা (ঢাকা, বাংলাদেশ; ২৯ জানুয়ারি ২০১০) | |||
বৃহত্তম জয় | |||
শ্রীলঙ্কা ৪–০ ভুটান (কলম্বো, শ্রীলঙ্কা; ৭ সেপ্টেম্বর ২০১০) | |||
বৃহত্তম পরাজয় | |||
মিয়ানমার ১৬–০ শ্রীলঙ্কা (মানডালে, মায়ানমার; ১১ মার্চ ২০১৫) |
শ্রীলঙ্কা জাতীয় মহিলা ফুটবল দল আন্তর্জাতিক মহিলা ফুটবলে শ্রীলঙ্কার প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন ফুটবল দল। দলটি শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কা মহিলা দল ফিফা মহিলা বিশ্বকাপ বা এএফসি মহিলা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দলটি সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের তিনটি আসর যথাক্রমে ২০১০, ২০১২ এবং ২০১৪ এ অংশগ্রহণ করলেও কোনবার চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে ২০১২ ও ২০১৪ সালে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।[১][২]