রাসেল অ্যালান হাল্‌স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Russell Alan Hulse থেকে পুনর্নির্দেশিত)
রাসেল অ্যালান হাল্‌স
Russell Alan Hulse.jpg
জন্ম (1950-11-28) ২৮ নভেম্বর ১৯৫০ (বয়স ৭২)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট
পুরস্কারপদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব তেক্সাস অ্যাট ডালাস
প্রিন্সটন পাজমা ফিজিক্স ল্যাবরেটরী
ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি

রাসেল অ্যালান হাল্‌স একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

হাল্‌স ১৯৫০ সালের ২৮ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১][২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]