বিষয়বস্তুতে চলুন

খসড়া:Naf war

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Naf war থেকে পুনর্নির্দেশিত)
নাফ সংঘাত
তারিখ৮‒১০ জানুয়ারি, ২০০০
অবস্থান
ফলাফল
  • বাংলাদেশের কৌশলগত বিজয়
  • চুক্তি সম্পন্ন
বিবাদমান পক্ষ
বাংলাদেশ বিডিআর মিয়ানমার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
আ ল ম ফজলুর রহমান জেনারেল থান শি
শক্তি
২৫০০ ২৫০০০
হতাহত ও ক্ষয়ক্ষতি
০ নিহত ৬০০ নিহত

The Naf War was a war fought on 8 January 2000 between the Bangladesh Rifles (now Border Guard Bangladesh ) and the Burma Border Guard. [] [] This battle lasted for three days. The border guards of Bangladesh fought against 2,500 soldiers of the Bangladesh Rifles, two divisions of the Myanmar (then Burma ) army and navy, i.e. 25,000 soldiers.

১৯৬৬ সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী সমসাময়িক সময়ের নাফ নদীর খাতের মধ্যস্থিত অংশকে দুই দেশের সীমান্ত রূপে নির্দিষ্ট করা হয়। মায়ানমারের অংশে নাফ নদীর বারোটি প্রশাখা আছে। চুক্তি অনুযায়ী যেহেতু নাফ নদীর খাতের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল তাই মিয়ানমার সেই প্রশাখাসমূহে এমন কোন পদক্ষেপ নিতে পারতো না, যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে। কিন্তু মিয়ানমার এই চুক্তি অগ্রাহ্য করে ২০০০ সাল নাগাদ বারোটির মধ্যে এগারোটি নদীতে বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় ২৫০০ একর ভূখণ্ড বাংলাদেশের ভূসীমা থেকে হারিয়ে যায়।[]

In 2000, when Myanmar attempted to build a dam at the last branch, there were several rounds of meetings between the border guards of the two countries. When this dam was built, it was feared that the Bangladesh part of the Naf river would break, so that Teknaf city could disappear, so when the Bangladesh Rifles requested not to build the dam in accordance with the 1966 agreement, the Myanmar border guards sent a letter in rude and unprofessional language. []

From NASAKA HQ to BDR HQ Bangladesh. We are warning you to behave otherwise we will teach you lessons you will never forget. [নাসাকা সদরদপ্তর থেকে বিডিআর সদরদপ্তর বাংলাদেশ। সুন্দরভাবে আচরণ করতে আমরা আপনাদের সতর্ক করছি অন্যথায় আমরা আপনাদের এমন শিক্ষা দেব যা আপনারা কখনও ভুলবেন না।]

তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের বক্তব্যে জানা যায় তিনি যুদ্ধ শুরুর আগের রাতে মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পঁচিশ লাখ গোলাবারুদ কক্সবাজারে পাঠিয়ে দেন। এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে মোতায়েন রাখার আদেশ দেন, আর বাকি গোলাবারুদ মূল রণাঙ্গনে পাঠিয়ে দেন।[]

In terms of military position, the military position of Bangladesh was slightly below the position of Myanmar. However, the Bangladesh Rifles identified ammunition sufficiency as the deciding factor in a potential battle. []

According to the then director general of BDR, Major General Alam Fazlur Rahman, he sent different types of ammunition from mortar shells to Cox's Bazar on the night before the start of the war. He ordered half of this to be deployed at Cox's Bazar, while the rest of the ammunition was sent to the main battlefield. []

The main battle started on January 8, 2000 at 2:30 PM. General Fazlur Rahman was staying in Dinajpur that day as part of a regular border inspection. From there he ordered the start of the operation through a code word called Bismillah . [] []

The battle took place in Teknaf's Huaikung Union in the area adjacent to Parrot Island. Here the BDR opened fire in front of a bend in the Naf river. About six hundred Myanmar soldiers and dam construction workers were killed in the ambush. Burmese army gathering and casualties in the war received from intelligence sources. Shortly before the war several spies were sent to Burma to collect information. Information from them shows that 25,000 soldiers of the Burmese regular forces, under a major general and a rear admiral, appeared on the battlefield. Compared to that, the military preparedness of Bangladesh was very inadequate (only 2,500 regular soldiers). The then ruling military junta, a council called the State Peace and Development Council, was in charge of the Myanmar government. The chairman of this council, Senior General Than Shwe, was the head of government of Myanmar, the commander-in-chief of the armed forces. []

General Than Shwe summoned foreign journalists and ambassadors stationed in Rangoon on January 9 and announced that—

We want Bangladesh and us to discuss and settle the disputed issues together without any preconditions.

He also sent a letter to Myanmar asking Bangladesh to stop the attack. []

By January 10, the war had subsided due to a unilateral withdrawal from the war. A high-level delegation went to Maungdu, accepting Burma's offer of unconditional talks. The delegation led by the then Joint Secretary (Political) of the Ministry of Home Affairs Zanibul Haque presented Bangladesh's proposals. If no typewriters were provided by Myanmar, a handwritten pledge was signed at the meeting, in which the Myanmar government promised to refrain from any future attempt to build any form of dam on the Naf River. [] []

Although the Naf War was short-lived in terms of its scope and duration, it had a long-term impact. After this war regular conferences were held at the level of the Border Guards. In recognition of victory in the war, the government of the day awarded a gallant copper medal called Operation Naf Padak to every soldier who participated in the war. For the first time in Bangladesh, BDR won a single victory in a war without the participation of the army. Also the rarest feat achieved by BDR in Naf war is zero mortality. In the three-day fierce battle, more than six hundred people were killed on the Burmese side, but not a single person was killed in the BDR. Only a few were shot and injured. [] []

  1. "মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার অস্ত্র ও গ্যাসপ্রবাহ"। প্রথম আলো। 
  2. "বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ : প্রসঙ্গ ও বাস্তবতা"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৬ 
  3. "নাফ যুদ্ধঃ বিডিআরের অসীম সাহসিকতার গল্প"আলো.কম.বিডি। ২৪ জানুয়ারি ২০২১। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  4. "বাঙালি সেনাদের আরেকটি গৌরভ গাঁথা, নাফ যুদ্ধ, বাংলাদেশ বনাম মিয়ানমার, কি হয়েছিলো সে দিন?"Online Bangla News (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-২১। ২০২২-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৬