বিষয়বস্তুতে চলুন

মার্চিসন উল্কাপিণ্ড

স্থানাঙ্ক: ৩৬°৩৭′ দক্ষিণ ১৪৫°১২′ পূর্ব / ৩৬.৬১৭° দক্ষিণ ১৪৫.২০০° পূর্ব / -36.617; 145.200
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Murchison meteorite থেকে পুনর্নির্দেশিত)
মার্চিসন
ওয়াশিংটনের প্রাকৃতিক ইতিহাস এর জাতীয় জাদুঘরে মার্চিসন উল্কাপিণ্ডের একটি নমুনা
ধরনকনড্রাইট
শ্রেণীকার্বনসমৃদ্ধ কনড্রাইট
দলCM2
গঠনলোহা ২২.১৩%, পানি ১২%
শক স্টেজS1-2
দেশঅস্ট্রেলিয়া
অঞ্চলভিক্টোরিয়া
স্থানাঙ্ক৩৬°৩৭′ দক্ষিণ ১৪৫°১২′ পূর্ব / ৩৬.৬১৭° দক্ষিণ ১৪৫.২০০° পূর্ব / -36.617; 145.200[]
পর্যবেক্ষিত পতনসমূহহ্যা
পতনের তারিখ২৮ সেপ্টেম্বর ১৯৬৯
টিকেডব্লউ১০০ কেজি

Pair of grains from the Murchison meteorite
মার্চিসন উল্কাপিণ্ডের খণ্ডাংশ। টেস্ট টিউবে খণ্ড খণ্ড অনেক অংশ দেখা যাচ্ছে।

মার্চিসন উল্কাপিণ্ড (ইংরেজি ভাষায়: Murchison meteorite) একটি উল্কাপিণ্ডের খণ্ডাংশ যা ১৯৬৯ সালের ২৮শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মার্চিসন নামক গ্রামে পতিত হয়েছিল। এই গ্রামের নামানুসারেই উল্কাপিণ্ডটির নামকরণ করা হয়েছে। এটি কার্বনসমৃদ্ধ কনড্রাইটের সিএম শ্রেণীর মধ্যে পড়ে। সেই অঞ্চল থেকে মোট ১০০ কেজি পদার্থ উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে কোন কোন খণ্ডাংশের ভর ৭ কেজি পর্যন্তও ছিল। এটা এখন পর্যন্ত আবিষ্কৃত সর্ববৃহৎ সিএম কনড্রাইট। এছাড়া এখন পর্যন্ত কোন সিএম কনড্রাইট নিয়ে মার্চিসনের মত বিস্তৃত গবেষণা হয়নি।

২০২০ সালের জানুয়ারি মাসে বিশ্বরসায়নবিদেরা একটি প্রতিবেদনে লেখেন যে মার্চিসন উল্কাপিণ্ড থেকে পাওয়া সিলিকন কার্বাইড কণাগুলি পৃথিবীতে এ পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে পুরাতন শিলা বা পদার্থ। এগুলির বয়স প্রায় ৭০০ কোটি বছর নির্ণয় করা হয়েছে, যা কিনা পৃথিবীর বয়স (৪৫৪ কোটি বছর) এবং এমনকি সৌরজগতের বয়সের চেয়েও বেশি।[] প্রকাশিত গবেষণাটিতে মন্তব্য করা হয় যে "ধূলিকণার জীবনকালের প্রাক্কলন মূলত সূক্ষ্ম তাত্ত্বিক প্রতিমানের উপর নির্ভরশীল। তবে এই প্রতিমানগুলিতে অধিকতর সুলভ ক্ষুদ্র ধূলিকণার উপরে জোর দেওয়া হয় এবং এগুলি এমন কিছু পূর্বানুমানের উপর ভিত্তি করে নির্মিত যেগুলির সাথে বৃহৎ অনিশ্চয়তা যুক্ত থাকে।"<re। f name="PNAS-20200113" />

২০০৮ সালের একটি গবেষণাতে মার্চিসন উল্কাখণ্ডের মধ্যে এমন কিছু কার্বন-ভিত্তিক জৈব যৌগ (যেমন কেন্দ্রকভিত্তি বা নিউক্লিওবেস) পাওয়া যায়, যেগুলি খুব সম্ভবত পৃথিবীতে নয়, বরং মহাকাশে গঠিত হয়েছিল। কিছু গবেষকের মতে এইসব মহাজাগতিক উল্কাপাত পৃথিবীতে প্রাণের উৎপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. টেমপ্লেট:Metbull
  2. Martins, Zita; Botta, Oliver; Fogel, Marilyn L.; Sephton, Mark A.; Glavin, Daniel P.; Watson, Jonathan S.; Dworkin, Jason P.; Schwartz, Alan W.; Ehrenfreund, Pascale (২০ মার্চ ২০০৮)। "Extraterrestrial nucleobases in the Murchison meteorite" (পিডিএফ)Earth and Planetary Science Letters270 (1–2): 130–136। arXiv:0806.2286অবাধে প্রবেশযোগ্যএসটুসিআইডি 14309508ডিওআই:10.1016/j.epsl.2008.03.026বিবকোড:2008E&PSL.270..130M। ১০ আগস্ট ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০০৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি