কিম উ-জিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Kim Woojin থেকে পুনর্নির্দেশিত)
কিম উ-জিন

পদক রেকর্ড
পুরুষদের তীরন্দাজী
 দক্ষিণ কোরিয়া-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৬ রিও ডি জেনেইরো দলগত
বিশ্ব চ্যাম্পিয়নশীপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১১ তোরিনো ব্যক্তিগত
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১১ তোরিনো দলগত
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৫ কোপেনহেগেন ব্যক্তিগত
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৫ কোপেনহেগেন দলগত
বিশ্বকাপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১২ টোকিও ব্যক্তিগত
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ গুয়াংজু ব্যক্তিগত
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ গুয়াংজু দলগত

কিম উ-জিন (হান্‌গেউল্: 김우진; জন্ম: ২০ জুন ১৯৯২) দক্ষিণ কোরিয়ার বিশ্বের সাবেক এক নম্বর তীরন্দাজ২০১১ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশীপে পুরষদের দলগত বিষয়ে স্বর্ণপদক লাভ করেন। একই প্রতিযোগিতায় ব্যক্তিগত বিষয়েও স্বর্ণপদক পান তিনি। ২০১২ সালে ফিটা আর্চারি বিশ্বকাপেও একই সফলতা পান। তা স্বত্ত্বেও ২০১২ সালের কোরীয় অলিম্পিক দলে ঠাঁই হয়নি তার।[১]

২০১৫ সালে কিমকে পুনরায় কোরিয়ার জাতীয় দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়। এরফলে কোরিয়ার প্রথম পুরুষ হিসেবে ১৯৮৫ সালের পর বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশীপে দুইবার শিরোপা বিজয়ের সুযোগ লাভ করেন তিনি।[২] ২০১৬ সালের রিও অলিম্পিকে অংশ নেন। পুরুষদের ব্যক্তিগত বাছাই-পর্বে ৭০০ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "London 2012 Olympics: South Korean archers secure first two world records of London 2012"www.telegraph.co.uk। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১ 
  2. "Around The Rings"infobae। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১ 
  3. "Rio 2016 | Atanu Das finishes fifth in the ranking round; Kim Woojin creates World record"। ২০১৬-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-০৫ 

আরও দেখুন[সম্পাদনা]