বিষয়বস্তুতে চলুন

কিম উ-জিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Kim Woojin থেকে পুনর্নির্দেশিত)
কিম উ-জিন
২০১৫ সালে উ-জিন
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-06-20) ২০ জুন ১৯৯২ (বয়স ৩২)[]
ওকছন, দক্ষিণ কোরিয়া
উচ্চতা১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
ওজন৯০ কিলোগ্রাম (২০০ পা)
ক্রীড়া
দেশদক্ষিণ কোরিয়া
ক্রীড়াতীরন্দাজী
বিভাগবাঁকানো

কিম উ-জিন (কোরীয়: 김우진; জন্ম: ২০ জুন ১৯৯২) হলেন একজন দক্ষিণ কোরীয় তীরন্দাজ, যিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

বিশ্বের সাবেক এক নম্বর তীরন্দাজ উ-জিন ২০১১ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের দলগত প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করেছেন। একই খেলার ব্যক্তিগত প্রতিযোগিতায়ও তিনি স্বর্ণপদক স্বর্ণপদক জয়লাভ করেছেন। ২০১২ সালে ফিটা আর্চারি বিশ্বকাপেও তিনি একই সফলতা পান। তা স্বত্ত্বেও ২০১২ সালের কোরীয় অলিম্পিক দলে ঠাঁই হয়নি তার।[] ২০১৫ সালে উ-জিনকে পুনরায় কোরিয়ার জাতীয় দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে তিনি কোরিয়ার প্রথম পুরুষ হিসেবে ১৯৮৫ সালের পর বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দুইবার শিরোপা বিজয়ের সুযোগ লাভ করেন।[] ২০১৬ সালের রিউ অলিম্পিকে অংশ নেন। পুরুষদের ব্যক্তিগত বাছাই-পর্বে ৭০০ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।[]

উ-জিন দক্ষিণ কোরিয়ার হয়ে ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ৫টি স্বর্ণ পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কিম উ-জিন ১৯৯২ সালের ২০শে জুন তারিখে দক্ষিণ কোরিয়ার ওকছনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

উ-জিন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ৩টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] র‍্যাঙ্কিং পর্বে ৪৩টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৮৬ পয়েন্ট নিয়ে তিনি ১ম স্থান অধিকার করেছিলেন।[] ৬৪ জনের পর্বে, তিনি র‍্যাঙ্কিং পর্বে ৬৪তম স্থান অধিকারী চাদের ইসরায়েল মাদায়ের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–০ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর সেমি-ফাইনালে লি উ-সোকের বিরুদ্ধে ৬–৫ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে স্বর্ণ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন,[] যেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যাডি এলিসনকে পরাজিত করে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[][]

এছাড়াও তিনি কিম জে-দোক এবং লি উ-সোকের সাথে দক্ষিণ কোরীয় দল হিসেবে পুরুষদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা র‍্যাঙ্কিং পর্বে ১২০টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ২০৪৯ পয়েন্ট নিয়ে ১ম স্থান অধিকার করেছিল।[১০] অতঃপর কোয়ার্টার-ফাইনালে তারা জাপানকে ৬–০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীকালে সেমি-ফাইনালে চীনের বিরুদ্ধে ৫–১ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে স্বর্ণ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিল,[১১] যেখানে তারা ফ্রান্সকে পরাজিত করে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[১১][১২]

অন্যদিকে তিনি এবং কিম উ-জিন একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১৩] তারা র‍্যাঙ্কিং পর্বে ৯১টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩৮০ পয়েন্ট নিয়ে ১ম স্থান অধিকার করেছিল।[১৪] অতঃপর সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে স্বর্ণ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিল,[১৫] যেখানে তারা জার্মানিকে পরাজিত করে স্বর্ণ পদক জয়লাভ করেছে।[১৫][১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  2. "KIM Woojin" [কিম উ-জিন]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  3. "London 2012 Olympics: South Korean archers secure first two world records of London 2012"www.telegraph.co.uk। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১ 
  4. "Around The Rings"infobae। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১ 
  5. "Rio 2016 | Atanu Das finishes fifth in the ranking round; Kim Woojin creates World record"। ২০১৬-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-০৫ 
  6. "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  7. "Men's Individual – Results Bracket" [পুরুষদের ব্যক্তিগত – ফলাফল বন্ধনী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  8. "Men's Individual – Medallists" [পুরুষদের ব্যক্তিগত – পদক বিজয়ী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  9. "Men's Team – Start List" [পুরুষদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  10. "Men's Team – Ranking Round – Results" [পুরুষদের দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  11. "Men's Team – Results Bracket" [পুরুষদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  12. "Men's Team – Medallists" [পুরুষদের দলগত – পদক বিজয়ী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  13. "Mixed Team – Start List" [মিশ্র দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪ 
  14. "Mixed Team – Ranking Round – Results" [মিশ্র দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪ 
  15. "Mixed Team – Results Bracket" [মিশ্র দলগত – ফলাফল বন্ধনী৩] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪ 
  16. "Mixed Team – Medallists" [মিশ্র দলগত – পদক বিজয়ী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]