কেডিই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(KDE থেকে পুনর্নির্দেশিত)
কেডিই
প্রতিষ্ঠাকাল১৪ অক্টোবর ১৯৯৬; ২৭ বছর আগে (1996-10-14)
প্রতিষ্ঠাতাম্যাথিয়াস এটরিস
ধরনসম্প্রদায়
আলোকপাতমুক্ত সফটওয়্যার
পণ্যsকেডিই প্লাজমা, কেডিই ফ্রেমওয়ার্কসমূহ, কেডিই অ্যাপলিকেশনসমূহ, ক্যালিগ্রা স্যুট, ক্রিটা, কেডেভেলে, ডিজিক্যাম, এবং অন্যান্য অনেক
পদ্ধতিশিল্পকর্ম, উন্নয়ন, দলিল রচনা, প্রচার এবং অনুবাদ
ওয়েবসাইটwww.kde.org

কেডিই (ইংরেজি: KDE) মুক্ত সফটওয়্যার উন্নয়নের কাজে নিয়োজিত একটি আন্তর্জাতিক মুক্ত সফটওয়্যার সম্প্রদায়। [১] উন্নয়নের কেন্দ্র হিশেবে কেডিই ব্যবহারকারীদের প্রয়োজনীয় টুল ও অ্যাসেট প্রদান করে, যেটি এ ধরনের সফটওয়্যারের সম্মিলিত উন্নয়নে সহায়ক। কেডিইর জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে কেডিই ডেস্কটপ, কেডিই ফ্রেমওয়ার্কসমূহ, এবং ক্রিটা অথবা ডিজিক্যামের মত কিছু ক্রস-প্ল্যাটফর্ম সফটওয়্যার যেগুলো ইউনিক্সইউনিক্স-সদৃশ ডেস্কটপ, মাইক্রোসফট উইন্ডোজ ও অ্যান্ড্রয়েডে চালানোর উপযোগী করে তৈরী করা হয়েছে। [২]

কেডিইর সবচেয়ে পরিচিত পণ্য হিশেবে প্লাজমা ডেস্কটপ বেশ অনেকগুলো লিনাক্স ডিস্ট্রিবিউশনের সাথে পূর্বনির্ধারিত ডেস্কটপ এনভায়রনমেন্ট হিশেবে আসে, যার মধ্যে রয়েছে ওপেনসুয্যে[৩] মাজিয়া, মানজারো লিনাক্স কেডিই, নেটরানার লিনাক্স, চক্র লিনাক্স, কুবুন্টু, পিসি লিনাক্স ওএস এবং কেডিই নিওন(উবুন্টু-ভিত্তিক)।[৪][৫]

পরিদর্শন[সম্পাদনা]

কেডিই কম্যুনিটির কাজ পরিধি বিচার নিচের সংখ্যাগুলো দিয়ে করা যাবে:

  • কেডিই সর্ববৃহৎ সক্রিয় ফ্রি সফটওয়্যার কম্যুনিটিগুলোর একটি।[৬]
  • ২৫০০ এরও বেশি অবদানকারী কেডিই সফটওয়্যার উন্নয়নে অংশগ্রহণ করে।[৬] প্রত্যাকমাসে প্রায় ২০ জন নতুন ডেভেলপার তাদের প্রথম কোড জমা দেয়।
  • কেডিই সফটওয়্যার ৬০০কোটি লাইন কোডের সমন্বয়ে গঠিত। [৬]
  • কেডিই সফটওয়্যার ১০৮টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। [৭](কিউটি ব্যতিরেকে)
  • কেডিই সফটওয়্যার ৩৪টিরও বেশি দেশে ১১৪ প্রাতিষ্ঠানিক এফটিপি মিররে রয়েছে।[৮]

কেডিই প্রকল্পসমূহ[সম্পাদনা]

কেডিই প্রকল্প সমূহ
যে ভাষায় লিখিতসি++, কিউটি, কিউএমএল এবং অন্য অনেক
অপারেটিং সিস্টেমএক্স১১ অথবা ওয়েল্যান্ড সহযোগে ইউনিক্স-সদৃশ, মাইক্রোসফট উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ও ম্যাক ওএস
ধরনমুক্ত সফটওয়্যার
ওয়েবসাইটkde.org উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কেডিই সম্প্রদায় কর্তৃক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা অনেকগুলো পরিচিত মুক্ত সফটওয়্যার প্রকল্প রয়েছে। কেডিই বা কেডিই সফটওয়্যার কম্পিলেশন বলতে আমরা যা বুঝি তার মূলত তিনটি অংশ:

এসব ছাড়াও "এক্সট্রাগিয়ার"-এর আরও কিছু স্বকীয় অ্যাপলিকেশন রয়েছে।

কেডিই প্লাজমা[সম্পাদনা]

কেডিই প্লাজমা ৫.১৬ ডার্ক ও লাইট থিম দেখাচ্ছে

কেডিই প্লাজমা বিভিন্ন আলাদা ফ্যাক্টর, যেমন ডেস্কটপ, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোনে, এমনকি গ্রত্থিত বা এম্বেডেড যন্ত্রেও চলে সমর্থ একটি ব্যবহারকারী ইন্টারফেস প্রযুক্তি। [৯]

সর্বশেষ প্লাজমা ৫-এর বিভিন্ন আলাদা ওয়ার্কস্পেসের জন্য বৈশিষ্ট্যগুলো হলো:

  • যেকোন মাউজ-চালিত যন্ত্র যেমন ডেস্কটপ বা ল্যাপটপের জন্য প্লাজমা ডেস্কটপ
  • স্মার্টফোনের জন্য প্লাজমা মোবাইল
  • টেলিভিশন এবং সেট-টপ বক্সের জন্য প্লাজমা বিগস্ক্রিন[১০]
  • গ্রত্থিত এবং টাচ-সংবলিত যন্ত্রসমূহ যেমন আইওটি বা অটোমোটিভের জন্য প্লাজমা ন্যানো[১১]
  • লোকাল মিডিয়া চালানোর জন্য প্লাজমা মিডিয়া সেন্টার

ইতিহাস[সম্পাদনা]

সংস্করণ তারিখ তথ্য
১৪ অক্টোবর ১৯৯৬ কেডিই উন্নয়নের ঘোষণা
কে ডেস্কটপ এনভায়রনমেন্ট ১ ১২ জুলাই ১৯৯৮
কে ডেস্কটপ এনভায়রনমেন্ট ২ ২৩ অক্টোবর ২০০০
কে ডেস্কটপ এনভায়রনমেন্ট ৩ ৩ এপ্রিল ২০০২
কে ডেস্কটপ এনভায়রনমেন্ট ৪ ১১ জানুয়ারি ২০০৮
কেডিই প্লাজমা ৫ ১৫ জুলাই ২০১৪ পূর্বের কেডিই বা কেডিই এসসিকে কেডিই প্লাজমা, কেডিই ফ্রেমওয়ার্ক ও কেডিই অ্যাপলিকেশনে বিভক্ত করা হলো
কেডিই প্লাজমা ডেস্কটপ ৪.১০-এ কেরাইট

উল্লেখযোগ্য ব্যবহার[সম্পাদনা]

ব্রাজিলের প্রাথমিক শিক্ষাব্যবস্থা চলে কেডিই সফটওয়্যার চলা কম্পিউটার ব্যবহার করে, যেখানে ৪,০০০ শহরে প্রায় ৪২,০০০-এর মত ইশকুল রয়েছে এবং এ প্রক্রিয়ায় কেডিই সফটওয়্যার প্রায় ৫.২ কোটি শিশুর জন্য ব্যবহৃত হচ্ছে। তাদের ব্যবহার করা ডিস্ট্রিবিউশনটির নাম এডুকেশনাল লিনাক্স, যেটি একটা কুবুন্টু ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন। [১২] এর পাশাপাশি আরও হাজার হাজার শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ে কেডিই পণ্য ব্যবহার করে। পর্তুগিজ এবং ভেনিজুয়েলার অনেক বিদ্যালয়েও কেডিই সফটওয়্যার ব্যবহার করা হয়, যথাক্রমে ৭,০০,০০০ ও ১০ লাখ সিস্টেমে। [১৩]

পারদাস যদিও একটি স্থানীয় লিনাক্স ডিস্ট্রিবিউশন, তুর্কি সরকারের অনেকগুলো বিভাগ কেডিই সফটওয়্যার ব্যবহার করে, যার মধ্যে তুর্কি সামরিক বাহিনী, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, তুর্কি পুলিশ এবং এসজিকেও রয়েছে। [১৪][১৪][১৪][১৫][১৬]

নিউক্লিয়ার গবেষণার ইউরোপিয় সংগঠন সার্নও কেডিই সফটওয়্যার ব্যবহার করে। [১৭]

প্রায় ১১,০০০ সিস্টেমে জার্মানি তাদের দূতাবাসে কেডিই সফটওয়্যার ব্যবহার করে।

মঙ্গল অভিযানের সময় নাসা প্লাজমা ডেস্কটপ ব্যবহার করেছিলো। [১৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কেডিই সম্পর্কে"। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  2. "কেডিই কিরিগামি"। কেডিই। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  3. রায়ান পল (২১ আগস্ট ২০০৮)। "OpenSUSE community konfesses love for KDE, makes it default"। কন্ডো নাস্ট ডিজিটাল। আর্স টেকনিকা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  4. "KDE neon"neon.kde.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৯ 
  5. "প্লাজমা ৫.১৬ সহ আসা কেডিই নিওন ৫.১৬ এখন ডাউনলোড করতে পারবেন"ওএমজি! উবুন্টু! (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  6. "কেডিই – প্রেস পৃষ্ঠা"। কেডিই। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  7. "কেডিই স্থানীয়করণ পরিসংখ্যান"। ৫ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  8. "কেডিই মিরর সমূহের অবস্থা"। ২৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  9. "The KDE Workspaces"। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০ 
  10. https://invent.kde.org/kde/plasma-bigscreen/
  11. https://invent.kde.org/kde/plasma-nano
  12. "LinuxCon: The world's largest Linux desktop deployment"। ২২ আগস্ট ২০১১। 
  13. KDE promo team (সম্পাদক)। KDE promo booklet (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১ 
  14. "Pardus 2009 yolda" (তুর্কি ভাষায়)। ১৪ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৯ 
  15. "MSB, Pardus ile 2 milyon dolar tasarruf etti" (তুর্কি ভাষায়)। ১৪ এপ্রিল ২০০৯। ১৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৯ 
  16. "SGK, Pardus'a göç etmeye hazırlanıyor" (তুর্কি ভাষায়)। ১৪ এপ্রিল ২০০৯। ১৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০০৯ 
  17. জোনাথন রিডল (১০ সেপ্টেম্বর ২০০৮)। "KDE Congratulates CERN's Large Hadron Collider" 
  18. https://mobile.twitter.com/kdecommunity/status/1083093088749436928?lang=en

বহিঃসংযোগ[সম্পাদনা]