মহান দারিয়াস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Darius the Great থেকে পুনর্নির্দেশিত)
মহান দারিয়াস
𐎭𐎠𐎼𐎹𐎺𐎢𐏁
উপাধি
রাজাদের রাজা
মহান রাজা
পারস্যের রাজা
ব্যাবিলনের রাজা
মিসরের ফারাও
দেশসমূহের রাজা
পারসেপোলিস এ দারিয়াস এর প্রতিমা
রাজত্ব২৯ সেপ্টেম্বর ৫৫২ খ্রিস্টপূর্বাব্দ – অক্টোবর ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ
রাজ্যাভিষেকপাসারগাদ
পূর্বসূরিবার্দিয়া
উত্তরসূরি১ম জার্ক্সজেস
জন্ম৫৫০ খ্রিস্টপূর্ব
মৃত্যুঅক্টোবর ৪৮৬ খ্রিস্টপূর্ব
(প্রায় ৬৪ বছর)
পূর্ণ নাম
দারায়াওয়া(হ)উশ
পিতাহিস্তাস্পেস
মাতাইর্দাবামা
ধর্মইন্দো ইরানি ধর্ম(সম্ভাব্য আরেকটি ধর্ম জরথুস্ত্রবাদ

দারিয়াস প্রথম(প্রাচীন ফার্সি: দারায়াওয়া(হ)উশ, আধুনিক ফার্সি: داریوش দারিয়ুশ, ৫৫০-৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ) বা মহান দারিয়াস ছিলেন হাখমানেশি সাম্রাজ্যের ৩য় পারস্য সম্রাট। ৫২২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। তার শাসনের চূড়ান্ত পর্যায়ে তিনি পশ্চিম এশিয়া, ককেশাসের কিছু অংশ, বলকানের অংশ, কৃষ্ণ সাগরের উপকূলীয় অংশ, মধ্য এশিয়া, সিন্ধু উপত্যকা থেকে আরম্ভ করে মিসর, লিবিয়া এবং সুদান পর্যন্ত শাসন করেন। [১][২]

বাইবেলের খাগ্গাই, জেখারিয়াহ্(যাকারিয়া) এবং এযরা-নেহেমিয়াহ্তে দারিয়াসের উল্লেখ রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DĀḠESTĀN"। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪ 
  2. Suny, Ronald Grigor (১৯৯৪)। The Making of the Georgian Nationআইএসবিএন 978-0253209153। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪