কোটি
(Crore থেকে পুনর্নির্দেশিত)
কোটি ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত একটি সংখ্যাবাচক শব্দ। ১ কোটি হল ১,০০,০০,০০০ বা ১০০ লাখ এর সমান। অনেক সময় এটিকে ক্রোরও বলা হয়ে থাকে। ইরানেও কিছুদিন পূর্বে পর্যন্ত এর প্রচলন ছিল। তবে ইরানি কোটি (ফার্সি ভাষায়:کرور (কোরুর) ) ৫ লাখ বা ৫,০০,০০০-এর সমান।
১০ মিলিয়ন এ ১ কোটি এর সমান হয় । ১০০ কোটিতে ১ বিলিয়ন (১০০০,০০০,০০০) এর সমান হয়।
গাণিতিক উপস্থাপন[সম্পাদনা]
দশমিকে এক কোটি কে বিভিন্নভাবে লেখা যায়:
- ১,০০,০০,০০০ - এক এর পর সাতটি শূন্য ।
- ১ x ১০৭ - বৈজ্ঞানিক পরিভাষায় দশ এর সপ্তম ঘাত দ্বারা প্রকাশ করা হয়।
- ১০৭ ----এভাবেও লেখা যায় ।
বিভিন্ন ব্যবহার[সম্পাদনা]
কোটি অন্য অর্থে পদ বা স্থান বোঝায়, যেমন "উচ্চকোটি" নির্দেশ করে উচ্চপদস্থ বা উচ্চস্থানীয়।
কোটি শব্দটির আরেকটি ব্যবহার হিসেবে উল্লেখ করা যায়, প্রচলিত রয়েছে হিন্দুধর্মে দেবতার সংখ্যা তেত্রিশ কোটি ; ভ্রান্ত ধারণা হল ৩৩,০০,০০,০০০ টি দেবতা। কিন্তু এর প্রকৃত অর্থ হল তেত্রিশজন পদাধিকারী দেবতা।
অনেকসময় অনেক ধন-সম্পত্তির মালিক বোঝাতে "কোটিপতি" বলে উল্লেখ করা হয় ।