বিষয়বস্তুতে চলুন

আন্তর্জাতিক মালিকানাবিহীন নাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Biaxin থেকে পুনর্নির্দেশিত)
আন্তর্জাতিক মালিকানাবিহীন নাম (International Nonproprietary Name), সংক্ষেপে আই.এন.এন. (INN)। অন্য আরো অনেক নাম রিকমেন্ডেড ইন্টারন্যাশ্‌ন্যাল ননপ্রোপ্রাইটরি ন্যাম (recommended International Nonproprietary Name বা সুপারিশকৃত আন্তর্জাতিক মালিকানাবিহীন নাম) সংক্ষেপে আর.আই.এন.এন. (rINN) বা প্রৌপোউড্‌স ইন্টারন্যাশ্‌ন্যাল ননপ্রোপ্রাইটরি ন্যাম

আন্তর্জাতিক মালিকানাবিহীন নাম (International Nonproprietary Name), সংক্ষেপে আই.এন.এন. (INN)। অন্য আরো অনেক নাম রিকমেন্ডেড ইন্টারন্যাশ্‌ন্যাল ননপ্রোপ্রাইটরি ন্যাম (recommended International Nonproprietary Name বা সুপারিশকৃত আন্তর্জাতিক মালিকানাবিহীন নাম) সংক্ষেপে আর.আই.এন.এন. (rINN) বা প্রৌপোউড্‌স ইন্টারন্যাশ্‌ন্যাল ননপ্রোপ্রাইটরি ন্যাম (proposed International Nonproprietary Name বা প্রস্তাবকৃত আন্তর্জাতিক মালিকানাবিহীন নাম) সংক্ষেপে পি.আই.এন.এন. (pINN) হিসেবেও রয়েছে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ফার্মাসি্উটিক্যাল উপাদান সমূহের শনাক্তকরণ নাম প্রদান করা হয়। মালিকানাধীনদের প্রস্তুতকৃত দ্রব্যে প্রদিত উপাদানের নামকরণের ক্ষেত্রে কার্যকরী উপাদান-এর শনাক্তকরণে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আই.এন.এন. নামসমূহ পৃথক ও স্বতন্ত্রভাবে প্রতিটি উপাদানের মধ্যে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিশৃঙ্খলাবিহীনভাবে ব্যবস্থাপত্রকে সহজে উপস্থাপন করতে সুবিধা প্রদান করে।[] এ নামগুলো জেনেরিক নামেও আখ্যায়িত। যেমনটি করা হয় রসায়নে আইইউপিএসি নামকরণের ক্ষেত্রে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আই.এন.এন.নামসমূহ ইংরেজি, ল্যাটিন, ফ্রেঞ্চ, রাশিয়ান, স্প্যানিশ ভাষায়; আরবিচাইনিজ সংস্করণে (যদিও প্রকৃত নকশায় অন্তর্ভুক্ত করা হয়নি), সংকলিত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

শ্রেণির নাম

[সম্পাদনা]

একই শ্রেণির আরোগ্যময় (থেরাপিউটিক) বা সমজাতীয় রাসায়নিক শ্রেণির ওষুধগুলোকে সাধারণত একই শ্রেণির (স্টেমের) নামভুক্ত করা হয়েছে। স্টেম নামকরণে বেশিরভাগই শেষের অংশ ব্যবহৃত হলেও কখনো কখনো প্রথমাংশ ব্যবহার হতে দেখা যায়। এ সকল নামকরণসমূহ স্টেম বইয়ে ধারণ করা হয়।[]

উদাহরণস্বরূপঃ[]

ভাষাগত আলোচনা

[সম্পাদনা]

ভাষা বিদ্যায় স্টেম শব্দটি সচরাচর ব্যবহার হয় না। এটাকে যে কোন আফ্‌ফিক্সের আড়ালে সঙ্ঘায়িত করা যায়।[] পৃথক ও স্পষ্টতঃ চোখে পরিষ্কার প্রতিয়মান হয় যে এটি হলো রুটের (লিঙ্গুইস্টিক) সংজ্ঞা,[] যখন স্টেম রুটের সাথে অতিরিক্ত ডেরিভেশনাল আফ্‌ফিক্স যুক্ত হয়, যা শব্দের ইনফ্লেশনাল আফ্‌ফিক্স সংযুক্ত অংশকে নির্দেশ করে।[] আই.এন.এন. স্টেমের প্রথমে সঙ্ঘাটি ব্যবহার করে যখন অধিকতর সাধারণ বিকল্প রুটস হিসেবে ব্যক্ত করবে।

নাম পরিবর্তন

[সম্পাদনা]

ব্রিটিশ আপ্রুভড ন্যামসমূহে অনেকগুলো বিষয় সাথে অন্য মালিকানাবিহীন নামগুলো পরিবর্তন করা হয়, যাতে করে পৃথিবীর সকল প্রধান প্রধান ভাষায় উচ্চারণের মিল পাওয়া যায়:[]

  • aeoe পরিবর্তিত হয় e দ্বারা
  • ch পরিবর্তিত হয় c দ্বারা
  • ph পরিবর্তিত হয় f দ্বারা
  • th পরিবর্তিত হয় t দ্বারা
  • y পরিবর্তিত হয় i দ্বারা

আদর্শ নামগুলোর তুলনা

[সম্পাদনা]
আই.এন.এন.: প্যারাসিটামল
ব্রিটিশ এপ্রুভড ন্যাম (বিএএন): প্যারাসিটামল
ইউনাইটেড স্টেট আপ্রুভড ন্যাম (ইউএসএএন): এসিটামিনোফেন
অন্য জেনেরিক নামগুলো: এন-অ্যাসিটাইল-পি-অ্যামিনোফেনল, এপিএপি, পি-অ্যাসিটামাইডোফেনল, এসিটামল ...
মালিকানাধীন নামসমূহ: টাইলেনল, প্যানাডল, পানাম্যক্স, পেরডোলান, কালপোল, ডলিপ্রান, টাকিপিরিনা, বেন-উ-রন, আটাসোল, আডল, ...
আইইউপিএসি নামকরণ: এন-(৪-হাইড্রক্সিফিনাইল)অ্যাসিটামাইড

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. World Health Organization: International Nonproprietary Names
  2. World Health Organization: The use of stems in the selection of International Nonproprietary Names (INN) for pharmaceutical substances
  3. Geoffrey Sampson (২০০৫)। The 'language instinct' debate। Continuum International Publishing Group। পৃষ্ঠা 124। আইএসবিএন 9780826473851। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-২১  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  4. Loos, Eugene E.। "What is a root?"Glossary of linguistic terms। SIL International। সংগ্রহের তারিখ ২০১০-১১-২৮  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  5. Loos, Eugene E.। "What is a stem?"Glossary of linguistic terms। SIL International। ২০০৬-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-২৮  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  6. Pharmaceutical Society of New Zealand: rINN Names Replace BAN Generic Names[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]