আশুতোষ মুখোপাধ্যায় (সাহিত্যিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Ashutosh Mukherjee (writer) থেকে পুনর্নির্দেশিত)
আশুতোষ মুখোপাধ্যায়
জন্ম৭ সেপ্টেম্বর ১৯২০
কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত)
মৃত্যু৪ মে ১৯৮৯
কলকাতা, ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত)
জাতীয়তা ভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিসোনার হরিণ নেই, কাল তুমি আলেয়া

আশুতোষ মুখোপাধ্যায় (জন্ম: ৭ সেপ্টেম্বর ১৯২০ — মৃত্যু: ৪ মে ১৯৮৯) একজন ভারতীয় বাঙালি লেখক।খ্যাতনামা ঔপন্যাসিক।[১] তার সৃষ্ট বিখ্যাত বাঙালী কাল্পনিক চরিত্র পিনডিদা[২]

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বজ্রযোগিনীতে। পিতা স্কুল পরিদর্শক পরেশচন্দ্র মুখোপাধ্যায় মাতা তরুবালা। তার প্রথম জীবনের অনেকখানি কেটেছে উত্তরবঙ্গের নানাস্থানে । স্কু-কলেজের শিক্ষা হুগলিতে। হুগলির মহসিন কলেজ থেকে বি.কম.পাশ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

তরুণ বয়সে ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ ব্যয়ে চলচ্চিত্র তৈরির কাজে ব্রতী হন। অসফল হয়ে গেঞ্জির ব্যবসায়ে নামেন। এরপর স্থায়ীভাবে 'ম্যানুস্ক্রিপ্ট' নামে এক প্রকাশনা সংস্থা গড়ে তোলেন। 'বসুমতী' ও 'যুগান্তর' পত্রিকায় বিচিত্র জীবিকায় মানুষদের নিয়ে লিখতে আরম্ভ করেন। 'বসুমতী'তে তার প্রথম গল্প 'নার্স মিত্র', পরে যা'দীপ জ্বেলে যাই' নামে চলচ্চিত্রায়ণ হয়েছিল।[৩] এই পত্রিকায় প্রথম উপন্যাস 'স্বাহা' - পরিবর্তিত নাম 'রূপের হাটে বিকিকিনি'। ১৯৫৩ খ্রিস্টাব্দে মমতা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৫৫ খ্রিস্টাব্দে 'যুগান্তর' পত্রিকায় যোগ দেন ও ক্রমে রবিবাসরীয় বিভাগের প্রধান হন। তিনি প্রায় দু-শোর মতো বই লিখেছেন। তার মধ্যে এক-শো কুড়ি-পঁচিশটি উপন্যাস। বিভিন্ন ভারতীয় ভাষায় তার অনেক বই অনূদিত হয়েছে। শিশু সাহিত্য জগতেও তিনি আদৃত এক লেখক।[৪]

গ্রন্থ তালিকা[সম্পাদনা]

  • পঞ্চতপা
  • চলাচল
  • কাল তুমি আলেয়া
  • অন্য নাম জীবন
  • অপরিচিতের মুখ
  • আনন্দরূপ
  • আবার আমি আসবো
  • আরো একজন
  • আশ্রয়
  • একটি বিশ্বাসের জন্ম
  • একাল ওকাল
  • খনির নুতন মনি
  • দিনকাল
  • দুটি প্রতিক্ষার কারণে
  • নগর পারে রূপনগর
  • নিষিদ্ধ বই
  • পিন্ডিদার গোপ্পো
  • পিন্ডিদার পঞ্চবান
  • পিন্ডিদার রিটায়ারমেন্ট
  • পুরুশোত্তম
  • বলাকার মন
  • বাসকশয়ন
  • মেঘের মিনার
  • রূপেরহাটে বিকিকিনি
  • লিডার বটে পিন্ডিদা
  • শত রূপে দেখা
  • সজনীর রাত পোহালো
  • সবুজতরণ ছাড়িয়ে
  • সিকেপিকেতিকে
  • সোনার হরিণ নেই
  • পরকপালে রাজা রানী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯, পৃষ্ঠা সংখ্যা-৬০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. Dasmunshi, Dilip K. Som & Subhendu (২০২১-০১-২০)। Ghanada@75। Ghanada Club। 
  3. "কৃতী সাহিত্যিক আশুতোষের মনের জোর ছিলেন স্ত্রী রেণু | TheWall" (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১২ 
  4. "আনন্দবাজার পত্রিকা - নিবন্ধ"archives.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]