আবদুলকাদির আহমেদ সাইদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Abdulkadir Ahmed Said থেকে পুনর্নির্দেশিত)
আবদুলকাদির আহমেদ সাইদ
عبد القادر أحمد سعيد
জন্ম১৯৫৩
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সিনেমাটোগ্রাফার এবং সম্পাদক
কর্মজীবন১৯৭০-এর দশক – বর্তমান

আবদুলকাদির আহমেদ সাইদ (সোমালি: Cabdulkaadir Axmed Saciid, আরবি: عبد القادر أحمد سعيد) একজন সোমালি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সিনেমাটোগ্রাফার এবং সম্পাদক।

জীবনী[সম্পাদনা]

সাইদ ১৯৫৩ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জন্মগ্রহণ করেন।[১] ১৯৭০ সালে তিনি সোমালি ফিল্ম এজেন্সির হয়ে আন্তর্জাতিক সম্পর্কের দায়িত্বপ্রাপ্ত চিত্রগ্রাহক এবং অন্যান্য দেশের সাথে প্রযোজনার পরামর্শক হিসাবে কাজ করতে শুরু করেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি সোমালি টেলিভিশনে প্রোগ্রামিং পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন এবং এর পাশাপাশি বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। সাইদ বেশ কিছু চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল: আ সোমালি দরবেশ (১৯৮৩); দ্য পারচিং উইন্ডস অব সোমালিয়া (১৯৮৪); ইতালীয় পাবলিক সার্ভিস ব্রডকাস্টার রেডিও টেলিভিশন ইতালিয়ানা (আরএআই)-এর জন্য নির্মিত অনুষ্ঠান রিভিরার সোমালিয়া (১৯৮৪); এবং লুসিসাইমন ফিল্ম ইনস্টিটিউট প্রযোজিত আ ম্যান অফ রেস (১৯৮৭)।[২]

অনেকগুলো চলচ্চিত্রে কাজ করা সত্ত্বেও সাইদ সম্ভবত তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গিডকা নলোশা এবং লা কনচিগলিয়ার জন্যই বেশি সুপরিচিত। গিডকা নলোশা ১৯৮৮ সালে টোরিনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সিটি অফ টরিনো পুরস্কার অর্জন করে। এই দুটি স্ট্যান্ডআউট চলচ্চিত্রে তিনি শৈল্পিকভাবে মানুষকেই পরিবেশ এবং তার সংস্থানসমূহ ধ্বংসের প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অ্যাসোসিয়েশন ডি ট্রোইস মন্ডেঁ (২০০০)। Cinémas d'Afrique (ফরাসি ভাষায়)। কার্থালা এডিশন। পৃষ্ঠা ৪০৭। আইএসবিএন 2-84586-060-9 
  2. Xodo, Chiara (আগস্ট ২০০৮)। "Catalogo Audiovisivi (con schede didattiche)" (পিডিএফ)। Centro Interculturale Millevoci, Provincia Autonoma di Trento Dipartimento Istruzione। পৃষ্ঠা ৩১। ২২ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৯ 
  3. বকোরী, ইমরাহ; ম্বে বি. চাম; ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (১৯৯৬)। আফ্রিকান এক্সপেরিয়েন্সেস অব সিনেমা (ইংরেজি ভাষায়)। বি এফ আই পাবলিশিং। পৃষ্ঠা ১৪। আইএসবিএন 0-85170-510-3 

বহিঃসংযোগ[সম্পাদনা]