আলাভান্দান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Aalavandhan থেকে পুনর্নির্দেশিত)
আলাভান্দান
আলাভান্দান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসুরেশ কৃষ্ণ
প্রযোজকএস দানু
রচয়িতাকমল হাসান
উৎসউপন্যাস 'দয়াম', লেখকঃ কমল হাসান
শ্রেষ্ঠাংশেকমল হাসান
রবীনা ট্যান্ডন
মনীষা কৈরালা
সুরকারগান:
শঙ্কর-এহসান-লায়
আবহ সঙ্গীত:
মহেশ মহাদেব
চিত্রগ্রাহকতিরু
সম্পাদককশি বিশ্বনাথ
কে এস রঘুনাথ
(আনক্রেডিটেড)
প্রযোজনা
কোম্পানি
ভি ক্রিয়েশন্স
মুক্তি১৪ নভেম্বর ২০০১
স্থিতিকাল১৬৪ মিনিট (তামিল সংস্করণ)
১২৯ মিনিট (হিন্দি সংস্করণ)[১]
দেশভারত
ভাষাতামিল
নির্মাণব্যয় ২০ কোটি (US$ ২.৪৪ মিলিয়ন)[২]

আলাভান্দান (তামিল: ஆளவந்தான், অনুবাদ 'সে শাসন করার জন্য এসেছিলো') হচ্ছে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল মনস্তাত্ত্বিক-রোমাঞ্চকর চলচ্চিত্র। যেটি পরিচালনা করেন সুরেশ কৃষ্ণ, এবং প্রযোজনা করেন এস দানু। চলচ্চিত্রটিতে কমল হাসান দ্বৈত চরিত্রে অভিনয় করেন, আরো ছিলেন রবীনা ট্যান্ডন, মনীষা কৈরালা, শরৎ বাবু, এবং মিলিন্দ গুণাজী সাহায্যকারী চরিত্রে ছিলেন। এটি হচ্ছে ভারতের অন্যতম পূর্ববর্তী 'যাদু বাস্তবতাবাদী' চলচ্চিত্র।

চলচ্চিত্রটিতে শঙ্কর-এহসান-লায় দ্বারা সুরারোপিত গান রয়েছে এবং মহেশ মহাদেব আবহ সঙ্গীত তৈরির কাজ করেন। চলচ্চিত্রটি হিন্দিতে অনুবাদ এবং কয়েকটি দৃশ্য নতুন করে তৈরি করে 'অভয়' নামে মুক্তি দেওয়া হয়[১][১][৩], তেলুগু ভাষাতেও একই নামে (অভয়) মুক্তি দেওয়া হয়, তবে শুধু অনুবাদ করে। এই চলচ্চিত্রটি অভিনেতা কামাল হাসানের এর নিজের লেখা তামিল উপন্যাস 'দয়াম'-এর চলচ্চিত্র-সংস্করণ, দয়াম ১৯৮৪ সালে লেখা হয়।[৪][৫] আলাভান্দান ভালো ব্যবসা করতে না পারলেও এটি 'শ্রেষ্ঠ বিশেষ ইফেক্টের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার' পুরস্কার লাভ করে এবং তখন থেকেই এটি একটি অর্চনামূলক চলচ্চিত্র হিসেবে বিবেচিত।

কাহিনীইঙ্গিত

সন্তোষ কুমার নামের এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার স্ত্রী এবং দুই পুত্রসন্তান আছে, কিন্তু সে একদিন জয়ন্তী নামের এক নারীকে বিয়ে করে ঘরে তুলে আনে, যেটা দেখে সন্তোষের প্রথম স্ত্রী আত্মহত্যা করে ফেলে, সন্তোষের পুত্র নন্দকুমার নন্দু এ ঘটনায় খুবই ব্যথিত হয় এবং জয়ন্তীকে ঘৃণা করা শুরু করে। সন্তোষ তার এই ছেলেকে খুবই প্রহার করে, একদিন সন্তোষ হার্ট এ্যাটাকে মারা গেলে নন্দ জয়ন্তীকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। নন্দকে পরে মানসিকরোগীদের কারাগারে নিয়ে যায় তার আপন মামা। নন্দকে একদিন তার যমজ ভাই বিজয় তার প্রেমিকাকে নিয়ে কারাগারে আসে, নন্দ বিজয়ের প্রেমিকাকে ডাইনী মনে করে এবং জয়ন্তীর এক রূপ বলে ধরে নেয়। কাহিনী এগুতে থাকে, নন্দ চালাকি করে জেল থেকে পালিয়ে বিজয়ের প্রেমিকাকে খুন করার জন্য হন্যে হয়ে ওঠে, মাঝখান দিয়ে সে নিজের প্রেমিকা শর্মিলীকেও জয়ন্তীর রূপ মনে করে মেরে ফেলে। সিনেমার শেষদিকে নন্দ আর বিজয়ের মধ্যে মারামারির এক পর্যায়ে নন্দ সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়।

শ্রেষ্ঠাংশে

  • কমল হাসান - মেজর বিজয়কুমার বিজয় এবং নন্দকুমার নন্দু/অভয় (হিন্দি এবং তেলুগু সংস্করণে[৩])
  • রবীনা ট্যান্ডন - তেজস্বিনী তেজু, বিজয়ের প্রেমিকা
  • মনীষা কৈরালা - শর্মীলী
  • গোল্লাপুড়ি মারুতি রাও - চিকিৎসক (তামিল সংস্করণ)
  • ভল্লব ব্যাস - ডাঃ শ্রীনিবাস রাও (হিন্দি সংস্করণ)
  • মিলিন্দ গুনাজী - কর্নেল সন্তোষ কুমার (বিজয় এবং নন্দু/অভয়ের বাবা)
  • শরৎ বাবু - তেজস্বিনীর পিতা (তামিল সংস্করণ)
  • ফাতেমা বাবু - তেজস্বিনীর মাতা (তামিল সংস্করণ)
  • নবীন নিশ্চল - তেজস্বিনীর পিতা (হিন্দি সংস্করণ)
  • স্মিতা জয়কর - তেজস্বিনীর মাতা (হিন্দি সংস্করণ)
  • অনু হাসান - বিজয় এবং নন্দুর আসল মাতা
  • কিতু গিড়ওয়ানি - বিজয় এবং নন্দুর সৎ মাতা
  • রিয়াজ খান - সুলতান
  • মেজর রবি
  • নিসার খান - সোনু
  • শিব - 'সিরি সিরি' গানে কিছুক্ষণের জন্য আবির্ভাব

নগ্নতা

এই চলচ্চিত্রে অভিনেতা কমল হাসানের নিতম্ব সংবলিত দৃশ্য ছিলো কিন্তু সেটা সেন্সর বোর্ড কেটে দিয়ে মুক্তি দিয়েছিলো।[৬][৭]

তথ্যসূত্র

  1. "Abhay (2001) - BBFC"BBFC। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  2. Pillai, Sreedhar (৮ নভেম্বর ২০০২)। "As star power wanes..."The Hindu। Chennai, India। ৭ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০২-০৭ 
  3. "Abhay"Teleport Communications Group। ১০ জুন ২০০৬। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  4. Fernandes, Vivek (২৫ আগস্ট ২০০১)। "Abhay sings a fearless tune"। Rediff.com। সংগ্রহের তারিখ ২০১০-০২-০৭ 
  5. "Everyone is a ruler-to-be…"chennaionline.com। ২৯ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৫ 
  6. "15 Years of Aalavandhan: Five lesser known facts about Kamal Haasan's psychological thriller: Haasan went naked for Nandu's character."India Today। ১৪ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৭ 
  7. "Strptease act: Kamal Haasan to do full monty in his next film"India Today। ১৩ নভেম্বর ২০০০। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ